আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্য !!!



পথিক..... মেপে দেখেছো কি....? কতো দূর হেটে এসেছো...? কতো দূর আর হাটবে....? পথিক ..... ভেবে দেখেছো কি.....? কেনোইবা তুমি হাঁটছো....? কোথায় তোমার পথের শেষ...? পথিক..... খেয়াল করেছো কি.....? পথটা আগে সোজা ই ছিলো... এখন ,কেমন যেনো আঁকা-বাঁকা,বন্ধূর..... পথিক..... অনুভব করেছো কি.....? নেই তুমি ও আর আগের মতন.... একটু খানি এলোমেলো, একটু খানি কেমন যেনো.... পথিক.... তুমি জানো কি.....? অনন্ত এই পথের শেষে দিগন্তটা, তুমি পারবে না দেখতে... কেনোনা কেউ পারেনি , তুমি ও হোয়তো পারবে না...। তবুও.. তোমার ই মতো আমরা সবাই.. চলেছি ঐ শেষের খোঁজে... যদিও জানি ঐ শেষের আগেই হবে এই দেহের শেষ.. তবুওতো হেঁটে চলেছি...কেনো চলেছি????? কি আছে ঐ পথের শেষে ???????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।