আমাদের কথা খুঁজে নিন

   

অভিমানী প্রেমিকারা

/

ভেতরের দরজা হাওয়ায় ওড়ে কারা যেন ছিল দরজার ওপারে - অপেক্ষায় কত কাল প্রতীক্ষায় থেকে থেকে হাওয়ায় মিলায়েছ দূরে কষ্টের লাল ফুল শিমুল শাখায় রইল বিঁধে তোমরা গেলে প্যাঁজা তুলোয় উড়ে। তোমরা জানো না, ক্লান্ত শব্দরা কার্পাস তুলোর বালিশে মাথা দিয়ে আমিও ঘুমাইনি বহুদিন তোমাদের শাখা সাজিয়ে গাছ হই আমি পরিপূর্ণ গাছের সংজ্ঞায়। সন্ধ্যার পাখির মত উড়ে উড়ে আসো ভোরের পাখিরা নীড় ছেড়ে যাও কুটো ভরা মাথা নিয়ে বসে থাকি নিতে উড়ে যাওয়া, উড়ে আসা পাখিদের দেয়া একটা দুটো সাদা কাল ফোটফোট ডিম। শব্দেরা, আমার সৌখিন বালিহাঁস দিগন্ত থেকে নামো বিজন জলায় শান্ত দুপুরে ঘুমিয়েছি হয়তো ক্লান্তিতে তোমরা দলে দলে কেটেছ সাঁতার, অনেক মালা হয়েছিল নির্জন দুপুরে, নিমজ্জিত গভীরতায় অবশেষে ডুবে গেছ চলে গেছ দূরে, উড়ে গেছ শব্দেরা বহুদূরে। আমি ছুঁতে চেয়েছি তোমাদের, সত্যি শব্দেরা শব্দহীন নিঃসঙ্গ প্রহরে তোমাদের আজও খুঁজে বেড়াই নিরঙ্কুশ অন্ধকারে তোমাদের বিনা আমি ভাসমান ফানুসে উড়ি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।