আমাদের কথা খুঁজে নিন

   

পন্ডিত মশাই



এক ছিল পন্ডিত। তাকে কেউ পন্ডিত বলত না। একিদন সে গোপাল ভারকে বল্লো দেখুন আমাকে কেউ পন্ডিত বলেনা। তখন গোপাল ভার বল্লো আমাকে তুমি একশত টাকা দাও। তখন গোপালভার একশত টাকা দিয়ে মিষ্টি কিনে আনল তারপর সে ছোট ছোট ছেলে মেয়েদের ডেকে এনে মিষ্টি গুলো খাওয়াল আর বলল ঐ যে লোকটিকে দেখছ তাকে সবাই পন্ডিত বলে ডাকবে।

তখন সবাই তাকে পন্ডিত বলে ডাকে তখন পন্ডিত মশাই অনেক খুশি হয়। তার পর থেকে সবাই তাকে পন্ডিত বলে ডাকে। এভাবে ডাকতে ডাকতে অনেক দিন হল । কিন্তু এমন অবস্থা হল যে সবাই তাকে শুধু পন্ডিত বলে ডাকে । এভাবে ডাকতে ডাকতে সে বিরক্ত হয়ে গেল ।

তারপর সে একদিন গোপাল ভারকে ডেকে বলল কি ঔষধ খাওয়ালেন যে সবাই আমাকে পন্ডিত বলে ডাকে এখন আমার আর পন্ডিত নাম ভাল লাগেনা । আপনি আমার পন্ডিত নাম কাউকে বলতে নিষেধ করবেন। তখন গোপাল ভার বলল দেখুন (ফান্দে পড়িয়া এখন বগা কান্দে) (বাঁচাওওও)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।