আমাদের কথা খুঁজে নিন

   

পন্ডিত শিয়ালের রুটি ভাগ

আমি অনেক কিছু জানতে চাই

দুই বানরের মধ্যে একটি রুটি নিয়ে বিরোধ দেখা দিলে তারা দু' জনে মিলে সিদ্ধান্ত নিলো তারা একজন বিচারকের কাছে যাবে। পরে তারা এক শিয়ালের কাছে গিয়ে বলল, আপনি দয়া করে আমাদের একটি উপকার করে দিবেন। পন্ডিত বলল কি সেই উপকার? তারা বলল এই রুটি আমাদের মাঝে সমান ভাগে ভাগ করে দিবেন। পন্ডিত বলল আচ্ছা বুঝলাম তা হলে বেশি টুকু কে পাবে। তারা বলল বেশি অংশ টুকু আপনার।

তখন মশয়াল পন্ডিত একটি দাড়ি নিয়ে এলো। দাড়ির দু'পাল্লায় রুটির দুই অংশ উঠিয়ে দিলে যে পাল্লায় বেশি হয় সেখান থেকে পন্ডিত মশাই ছিড়ে খেয়ে কমিয়ে দেন। অপর পাল্লায় বেশি হলে সেখান থেকে ছিড়ে খেতে থাকে। এভাবে এক সময় সম্পূর্ন রুটি ফুড়িয়ে গেলে বানর দু'টি বলল আমাদের রুটি কই। তখন শিয়াল বলল আমি তো শুধু মাত্র বেশি অংশ টুকু খেয়েছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।