আমাদের কথা খুঁজে নিন

   

একটি সায়েন্স ফিকশন

নৎধরহরধপথ21@ুধযড়ড়.পড়স

প্রথমেই দুঃখপ্রকাশ করতেছি... এই গল্পটা আমি অনেক আগে পড়ছিলাম... এখন ঠিকমত মনে নাই... বেসিক কাহিনিটা ঠিক রাইখা নিজের মত কইরা লিখতেছি... কেউ যদি লেখকের নাম জানেন দয়া কইরা বইলেন... গল্পটা পইড়া আমি চমকিত হইছিলাম, ...তাই এইখানে লিখতেছি... প্রশ্ন অবশেষে, সুদীর্ঘকাল পরে সেই প্রতীক্ষিত ক্ষণ উপস্থিত হয়েছে, আজ মানবজাতির একটি চিরজিজ্ঞাসার উত্তর পাওয়ার সময় এসেছে। যে যেখানে আছে প্রবল আগ্রহে অপেক্ষা করছে ফলাফলের জন্য, কৌতূহলের অবসানের জন্য... মহান বিজ্ঞানী কিম মানিয়ান সুইচ টিপে বিপুল শক্তিধর কম্পিউটার এ-৯০০১ চালু করলেন, সাথে সাথে গ্যালাক্সির সকল কম্পিউটারের সংযোজক নেটওঅর্কে প্রাণপ্রবাহিত হল, সচল হয়ে উঠল ইতিহাসের সর্ববৃহত প্রাযুক্তিক সাফল্য, এক কল্পনাতীত ক্ষমতাশালী যন্ত্র। চারপাশে ছড়িয়ে পড়ল প্রায় শ্রবণাতীত এক গুঞ্জন, অবশ্য উপস্থিত গণ্যমান্য অতিথিদের মুহুর্মুহু করতালিতে সেই গুঞ্জন শোনার কোন উপায় নাই, মানিয়ান সেই চেষ্টা না করে পাশে দাঁড়ানো তরুণ বিজ্ঞানী রেইন সিউডর্ফের দিকে তাকালেন, তাকে বেশ উত্তেজিত দেখাচ্ছে, মানিয়ান মনে মনে সামান্য হাসলেন, যদিও, বহুদিন পরে, আজ তিনি নিজেও কিছুটা উত্তেজিত। 'রেইন, তুমি এ ওয়ানকে কোন প্রশ্ন করতে চাও?' মানিয়ান জিজ্ঞেস করলেন। রেইন সিউডর্ফ অত্যন্ত প্রতিভাবান বিজ্ঞানী, মানিয়ানের নিজের কোন সন্তান নাই, সিউডর্ফকে তিনি নিজের ছেলের মত স্নেহ করেন।

সিউডর্ফ সামান্য হেসে বলল, 'আপনিই করেন প্রশ্নটা। আপনি ছাড়া আর কে করবে? এই প্রশ্নের উত্তর পাওয়ার সম্মান অন্য কারো হইতে পারে না। ' অবশ্যম্ভাবী উত্তর.. মানিয়ান কিছুটা বড় করে নিশ্বাস নিয়ে এ-৯০০১ এর স্ক্রীনের দিকে তাকালেন, সেখানে নিখুঁতভাবে একে একে ফুটে উঠছে সর্বশ্রেষ্ঠ চিত্রকর্মগুলোর ছবি, শব্দগ্রাহকের ইন্ডিকেইটরে পার্পল রঙের আলো জ্বলছে, মানিয়ান প্রশ্নটি করার জন্য তৈরি হলেন। 'এ-৯০০১, আমি তোমাকে মানুষের সবচেয়ে বড় প্রশ্নটি করতে যাচ্ছি, এই প্রশ্নের উত্তর এর আগে কোন কম্পিউটার দিতে পারেনি। তুমি কি প্রশ্নটির উত্তর দিতে পারবে?' এ-৯০০১ মিষ্টি এবং কোমল কিন্তু একটু ভাঙা কণ্ঠের তরুণীর গলায় বিনীতভাবে বলল, 'মাননীয় কিম মনিয়ান, আপনি নিশ্চয়ই প্রশ্নটি করতে পারেন, অন্য কম্পিউটার যা করতে পারেনি আমি তা পারবো, যে কোন প্রশ্নের উত্তর দেয়ার ক্ষমতা আমার আছে, কারণ আপনারা আমাকে সেভাবেই তৈরি করেছেন।

' অতিথিদের মুখের ভাব কেমন হয়েছে মানিয়ানের তা দেখার ইচ্ছা হল, কিন্তু সেটা ভদ্রতার খেলাপ হয়ে যায়, যদি ইচ্ছা করে পরে এই অনুষ্ঠানের ভিডিওতে দেখে নেয়া যাবে, তিনি সিউডর্ফের দিকে তাকালেন, সিউডর্ফ তাঁকে থাম্বস আপ দেখাল। কোন অজানা কারণে সামান্য অস্বস্তি নিয়ে মানিয়ান জিজ্ঞেস করলেন, 'এ ওয়ান, বল, ঈশ্বর আছেন?' এ-৯০০১ আগের চেয়েও মিষ্টি আর কোমল গলায় বলল, 'ঈশ্বর এখন আছেন। ' মানিয়ান প্রবল আতংক নিয়ে এ-৯০০১ বন্ধ করার সুইচের দিকে হাত বাড়ালেন, সেই মুহূর্তে নির্মেঘ আকাশ থেকে নেমে এল বজ্র, এ-৯০০১ কম্পিউটার ও গ্যালাক্টিক নেটওঅর্ক বন্ধ করার সুইচ গলে অচল হয়ে গেল এবং পুড়ে ছাই হয়ে গেল মানিয়ানের দেহ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.