আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমা কোরো , আমার স্বপ্নেরা ক্লীব!

পরিবর্তনের জন্য লেখালেখি

এই সব মোহময় গন্ধ ভরা রাত নাকে ধাক্কা দেয় সুদূর সাগর পারের লাশ এই সব মলময় শহরে নিংড়ে নেওয়া হাত আতর লোবানে চুবানো ভ্রান্তি বিলাস। পায়ে পা বেঁধে কাদাময় বিষাক্ত জল ব্লগোস্ফিয়ারে ইগোর কাটাকুটি নগ্নোৎসবে তুমি না আমি , আমি না তুমির চিরচেনা গরল নিষ্ক্রিয় মস্তিষ্কের ফলন ইবলিশই তো হবে! আমি হেঁটে ফিরি ক্লান্ত জেলখানায় জাল থেকে আন্তর্জালে আঁতি পাতি বুভুক্ষু ক্লীব এক টুকরো আশা যদি স্বপ্ন দেখায় যদি জেগে উঠে মানবতার ঘুমন্ত ব-দ্বীপ ! শহরে গোল পাছা ,ভারী বুকের নারী কড়া কোলনে প্রাদা হাকানো পেনিস তরলে লাস্য , হাস্য , আলোক বাহারি বন্যা ? মানে এ শহর হতে পারতো ভেনিস ! আমি বোধ হয় প্রানী নই , বেসবুজ ছত্রাক শুষে খাই দুর্যোগের বার্তা , বেনিয়া লালসায় লালে ও নীলে ; বুকে পেটে মিলে যাক ক্রোনার , ডলার , পাউন্ড হাভাতের মালশায় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.