আমাদের কথা খুঁজে নিন

   

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন

জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তন হতে যাচ্ছে আগামী ৬ই ডিসেম্বর ২০০৭ । আমার টিকেট সহ সব কিছুই রেডি । নতুন চাকরী - ভয় ছিল ছুটি দেবে কিনা । শেষ পর্যন্ত তাও ম্যানেজ করা গেল । এখন শুধু বাকি অপেক্ষা ।

আহা কতো দিন বাংলাদেশের সবুজ মাঠ দেখি না; দেখি না হাওরের ঢেউ, সুরমার বয়ে চলা, জোছনা রাতের সুনামগঞ্জ শহরের রাস্তায় হাটা হাটি। জোছনা রাতে এখনো আমাদের সুনামগঞ্জ শহরের রাস্তার স্ট্রিট লাইটগুলো নিভানো হয় কি জানি না। কারণ এখন তো আর দেশ আগের মতো নেই। আগে ছিল আমাদের শাসন এখন জলপাই শাসন। তফাত্ এতোটুকু না কি কে জানে।

আমার মাকে বহুদিন দেখি না । আমার বোনরা আমার জন্য অপেক্ষা করছে । আর একজন অপেক্ষা করছে - আমার বিয়ে করা নতুন বউ। সবার এতো অপেক্ষা - অথচ সময় যেন যেতে চায় না। সময়ের একি হলো রে।

আমার জন্য সময় এতো পাষান কেন ? এবার দেখা হবে অনেক আগের বন্ধুর সাথে । কে যে কোথায় ছিঠকে পড়লাম এই পৃথিবীর পান্থশালায়। কেউ সিডনী, কোরিয়া, জাপান, থাইল্যান্ড, আমেরিকা, ইউরোপ, আরও কতো দেশে কে জানে। সবাই এবার মিলবে এক মিলন মেলায়। আমাদের জন্য কি একটু শুভেচ্ছা দিবেন না - আমার ব্লগ বন্ধুরা ।

জানি না বাংলাদেশে কখন কিভাবে থাকবো - তাই সবাইকে অগ্রিম শুভ ঈসায়ী নব বর্ষ । ভাল থাকুন - সুস্থ থাকুন । সবার সুন্দর জীবন কামনায়। প‌্যাচালিতে প্রকাশিত ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.