আমাদের কথা খুঁজে নিন

   

ভোটার আইডি

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

একটা কথা বলি, একধাপে গাছে না উঠলেই কি নয় ? বুঝলাম ভুট্টা খেতে ভুট্টা তুলতে রিকসার পাসপোর্ট লাগবে, কিন্তু ঢাকার শহরে 20 কোটির কাছাকাছি রিকসা সুতরাং এত রিকসার জন্য einfach (সহজ) (আইনফাখ) সরকারী কাগজে কলমের থেকে পাঞ্চ কার্ডের দরকার । কিন্তু যদি তা সেক্টর অনুযায়ী ভাগ করে, বছর খানেক সময় ধরে করা হয়, তাহলে নিভুর্ল হবে । আর একটা কথা বলে রাখি, যদি এই ব্যবস্থা সঠিকভাবে পালিত হয়, তাহলে দেশী ভাই ও বোনেরা যারা নকল ব্যবস্থা পনার মাধ্যমে বিদেশ পারি দেওয়ার চিন্তা করছেন তাহলে তা ভুলে যান । তাহলে আগের মত খুব সহজে উলটা পালটা নামে , ভাইকে ছেলে, বাপকে ভাই, চাচাতো ভাবীকে বউ, ভাবীকে বউ, বউকে মা, ধামড়া ছেলেকে আন্ডা বাচ্চা করার দিন ফুড়িয়ে আসবে । অথার্ত ওপেন সিক্রেট ভুয়া কারচুপি বন্ধ হয়ে আসবে, কারণ তখন তা ভোটার আইডিতে সঠিক থাকলে নকলভাবে বিদেশে আনা যাবে না । আর এতে দেশের আথির্ক লাভ থেকে বঞ্চিত হবে । কারণ ব্যক্তি বিদেশে দিয়ে চোরাই কারবার কিংবা ভাল কাজ করে দেশে টাকা পাঠাতে পারত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.