আমাদের কথা খুঁজে নিন

   

অদৃশ্য সারথী আমার, তােমার তরে

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

০৮.১১.০৭ নক্ষত্রের নহবতে সারাদিনের অভিনয়কৃত সহবত তখন রাতের কাছে মাথা নোয়ানো জলের উপর জাহাজ সাঁতার কেটে চলে নীরবে; অন্ধকারের পাঁচ আঙ্গুল রোদ পিছলানো ত্বকে রেখে, একে অপরকে করছে আকর্ষণ সেই আদিম সুখে- একটি রাতের পরিপাটি মন একটি রাতের নিবিড় আলিঙ্গন আগামীজীবনের অনন্তের সাক্ষ্য নিয়ে বয়ে চলে ম্যানগ্রোভ বনে, ভবিষ্যত গড়বে বলে। উচিত অনুচিত জামায়াত, দেশ এসবের কারণে তোমাকে একটু অবহেলাই করছি আজকাল ইসাবেলা। তুমি এবার দেশে ফিরলে শুধু তুমি আর আমি সুন্দরবনে ঘুরতে যাব। সেদিন যদি আজকের মতো তারাময় আকাশ থাকে তখন আমি তোমাকে আমার অসহ্য কণ্ঠে এই কবিতাটা শুনাবো, তুমি বিরক্ত হলেও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।