আমাদের কথা খুঁজে নিন

   

দার্জিলিং শহর

আমার ব্যক্তিগত ব্লগ

উ্ুচু নিচু এক পাহাড়ি শহর। আসলে বলা উচিত পাহাড়ের গা জুড়ে এক শহর। রাস্তার পাশ দিয়ে সারিবদ্ধ বাড়ি, হোটেল। যে আসলে পাহাড়ের খাদে রাস্তা ঘেসে তৈরি। দেখলে মনে হবে একতলা বাড়ি, আসলে ৪/৫ তলা।

খাদের নিচে বাড়ির বাকি অংশ। আপনি সবচেয়ে উপরের তলা দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে পাহাড়ের গা বেয়ে সরু সিড়ি নিচে নেমে গেছে। সেখানে আরো বাড়ি ঘর আছে। রাস্তা গুলোও সড়ু।

প্রধানত: জীপ চলাচল করে। টু্যরিস্ট শহর। এখানে আপনি কম দামে শীতের কাপড় কিনতে পারবেন। বিশেষ করে শাল, জ্যাকেন, সুয়েটার। আর পাবেন চা পাতার দোকান।

হরেক রকমের কোয়ালিটির চা। বোঝা মুশকিল, কোনটা কেমন। তবে চা সস্তা কিনলে ঠকবেন। রাস্তায় সাধারন মানুষ হেটে চলাচল করে। ওখানে গেলে পায়ের ব্যায়াম খুব ভাল হবে।

তবে খুবদুরে হলে জীপে যায়।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।