আমাদের কথা খুঁজে নিন

   

দার্জিলিং যাবেন ?

গত এপ্রিলে গিয়েছিলাম আবার যাব । অপরুপ সৌন্দর্যের লীলাভূমি ভারত । দার্জিলিং এর অন্যতম একটি সুন্দর ও স্বাস্থ্যকর স্থান । যারা পাহাড় ভালবাসেন মেঘের নানা রং দেখতে আগ্রহী তারা যেতে পারেন দার্জিলিং । ঢাকা থেকে বাসে বুড়িমারি ।

বুড়িমারি নেমে নাস্তা শেষ করে । কাষ্টম ও ইমিগ্রেশন শেষ করে ট্যাক্সি বা সুমো জিপে শিলিগুড়ি । বা সরাসরি বাসে ঢাকা=বুড়িমারি-চেঙ্গরাবান্ধা-শিলিগুড়ি । ভাড়া-২৬০০/- (আটাশশো টাকা) ঢাকা থেকে বেনাপোল কলকাতা হয়ে সেখান থেকে বাসে বা ট্রেনেও যেতে পারেন শিলিগুড়ি । ১. টাইগার হিল ২. বাতাসিয় লুপ ৩. রক গার্ডেন ৪. টয়ট্রেন ৫. এইচ.এম আই.( হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট) + চিড়িয়াখানা ৬. রোপওয়ে ৭. ঘুম ষ্টেশন ও মিউজিয়াম ৮. মিরিক লেক ৯. ক্যালিম্পং ১০. শিলিগুড়ি ১১. ডুয়াস চা-বাগান ১২. তিস্তা পাহাড়ী নদী যাদের পার্সপোর্ট নেই তারা আমাদের সহযোগিতায় পার্সপোর্ট নিতে পারেন ।

প্রয়োজনীয় জিনিস আগে থেকেই সংগ্রহ করতে হবে । Tour Plan---ট্যুর প্লান - Day- 0 Dhaka-Buremari-Darjeeling দিন- ০- ঢাকা -বুড়িমারি Day- 1- Buremari-Siligure- দিন- ১- বুড়িমারি-শিলিগুড়ি- দার্জিলিং-( H.M.I. + চিড়িয়াখানা + কেবলকার) Day- 2 -Darjeeling দিন- ২- দার্জিলিং ( টাইগার হিল+ বাতাসিয়া লুপ + ঘুম ষ্টেশন ও মিউজিয়াম ) Day- 3 -Mirik Lake দিন- ৩- মিরিক Day- 4 - ক্যালিম্পং দিন- ৪- Day- 5 - Darjeeling-Siliguri দিন- ৫- দার্জিলিং - শিলিগুড়ি Day- 6 - Siliguri-Dhaka দিন- ৬- শিলিগুড়ি - ঢাকা কি কি নিতে হবে- Thinks to Carry ১) ব্যাগ- Bag ২) গামছা- Gamsa ৩) ছাতা- Umbrella ৪) রেইন কোর্ট- Raincoat ৫) অতিরিক্ত ২ (দুই) সেট কাপড়- Extra 2 Set Cloth ৬) পানির বোতল- Water Bottle ৭) মানকি ক্যাপ (Monky Cap) ৮) কেডস/ বুট/ মোটা মোজা (Shocks ) ৯) গ্লাভস ( Gloves ) ১০) পলিথিন (Polythin) ১১) সানক্যাপ (Cap) ১২) সানগ্লাস (Sunglasse ) ১৩) সানস্কিন ( Sun) ১৪) টিস্যু (Tissue ) ১৫) ব্যক্তিগত ঔষধ (Personal Medicine ) ১৬) টর্চ লাইট + অতিরিক্ত ব্যাটারী (Torch+ Extra Battery ) ১৭) ক্যামেরা+ব্যাটারী+চার্জার (Camera +Battery+Charger) ১৮) মাল্টিপ্লাগ (Multiplug ) ১৯) শীতের কাপড় (Winter Cloth ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৫৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।