আমাদের কথা খুঁজে নিন

   

রাজনৈতিক কর্মী নয়, দেশ চায় প্রকৃত দেশপ্রেমিক স্বশিক্ষিত যুবক স¤প্রদায় যারা সব বিষয়ে জ্ঞানী, পন্ডিতি করা বাঁদর. আহম্মক নয়।

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

এ প্রজন্ম কি ভাবেন, স্বাধীনতার দুইপাতা ইতিহাস পড়ে তারা বড় দেশপ্রেমিক, ছাই। ব্লগ লিখতে আসেন লেখার তো জোর নাই। কয়টা গালাগালি আর প্যাঁচাল ছাড়া সাহিত্যের কোন ছোঁয়াই তো দেখলামা না এ প্রজন্মের লেখায়, না আছে যুক্তি না আছে মানবতা, আর না আছে ধর্ম। এমনকি কর্মেরও কোন হদিস নাই। বাপের ঘুষের টাকায় বিদেশ থেকে, নয়তো দুর্নীতি করা টাকায় ঘরের নিজ কম্পিউটার থেকে বসে লেখা পোদ্দারী করা।

এই আপনাদের মত ছেলেদের দেখেছি পড়াশুনা করতে বিদেশে যান আর দেশে ফেরেন না, ভাল লেখা পড়া করে চাকরি করেন এবং ঘুষ খেয়ে দফারফা করেন, এই আপনাদের মত ছেলেরাই স্বাধীনতা দিবস আর শহীদ দিবসের চান্দা তুলে রাতের বেলায় মদ খান। অর্থনীতির খবর নাই, পৌরনীতির হোস নাই, সাহিত্যের খবর নাই কোন ঐতিহ্যের ধার ধারেন না। খালি এক যুদ্ধ যুদ্ধ করে দেশের কি উপকার করতে পেরেছেন? আপনারাই এদেশকে ডুবিয়েছেন, আর সামনে ডুবাবেন। এখানে মুক্তিযোদ্ধাদের স্বার্থনয় যারা ভুয়া মুক্তিযোদ্ধা সেজে দেশের বারটা বাজাচ্ছেন, তাদের কথা বলছি)। দেশ মুক্তিযোদ্ধা চায় না, দেশপ্রেমিক চায়।

দেশের এ ক্রান্তিলগ্নে মুক্তিযোদ্ধার নয়, দেশপ্রেমিক হৃদয়ের দরকার। আপনি যদি মুক্তিযোদ্ধা কিন্তু দেশে ভাল-মন্দের কোন খবর রাখেন না,সাহিত্যের কোন পাতা পড়েন না, ব্যবসা-বানিজ্যের গন্ধ শুকেন না, খালি টাকার গন্ধে আর ভাষনেরর ছন্দে দেশকে মাথায় তুলে নাচের তাহলে আপনাকে বলছি আবার মুক্তিযুদ্ধ বাধলে তখন দেখা করবেন, এখন যান বিশ্রাম নেন। দেশের উন্নতির জন্য, সমৃদ্ধির জন্য আমার শিক্ষিত-ভদ্র-প্রকৃত সত্য চিন্তাশীল দেশপ্রেমিক প্রয়োজন। বর্তমান সরকার খুব ভাল কাজ করছে এদের করতে দিন। মুক্তিযোদ্ধা-মুক্তিযুদ্ধ এই বলে বলে তো দেশকে খোকলা করে দিলেন, আজ পযর্ন্ত আপনারা যারাই এদেশে শাসন ক্ষমতায় আহরন করেছেন, তারা সকলেই তো মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী, কেউ কেউ তো স্বচিত্র প্রতিবেদন ছিলেন।

কি দিয়েছেন দেশকে, হে আগামীর বুদ্ধিজীবিরা নিজেদের মেধাকে কেন সংকৃনতার ব্যানারে পরিচালিত করছেন। কেন, যুদ্ধ-যোদ্ধা করে শেষ করছেন জীবনের সময়, প্লিজ, অনুগ্রহ করে সহজ কথায় আসুন। রাজনীতির স্বার্থে নয় দেশের স্বার্থে কথা বলুন। যেটা করলে দেশের উপকার তাই করুন। যেটা দেশের প্রয়োজন সেটা করুন।

খামোখা মাথার কুবুদ্ধিতে ঘি ঢেলে পরিস্থিতি ঘোলাটে করবেন না। দেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে সে মতে কাজ হবে। আপনি নিজেকে গড়–ন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.