আমাদের কথা খুঁজে নিন

   

জেগে থাকি নিশিদিন

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

জেগে থাকি নিশিদিন/ শেখ জলিল গল্পগুলো বলা যেতে পারে জনে জনে কিংবা লিখা যেতে পারে গল্পাকারে। যেইসব ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতিগুলো ভিড় করে নিরালায় মগজের ভাঁজে তাকে দেয়া যেতে পারে উপন্যাসের আদল। আমি পারিনি কিছুই- কবিতার ঘূণপোকা কামড়ায় চিন্তার শরীরে লিখতে গিয়েছি শুধু শব্দের কাহন যাতে ছন্দলয়, উপমা, উৎপ্রো হয়েছে জড়ো সরলরৈখিক গদ্য হারিয়েছে চেনামুখ শতোবার গল্প-উপন্যাস আমার হয়নি লিখা। এইসব এলোমেলো উপমা সংসার এইক্ষণে যাদের সাথেই নিত্য করি বসবাস, তবু ঘরবিবাগী শব্দের সেনা কৃপাণে কাটছে ঘুম জেগে থাকি কাব্যের শরীরে নিশিদিন! ২৭.১০.২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.