আমাদের কথা খুঁজে নিন

   

বিনোদন অপেরা / সানাউল্লাহ সাগর

একদল শৈল্য চিকিৎসক বিরতীহীন অনভ্যাসে মধ্যবিত্ত ভবঘুরে। পিছনে জেগে আছে বুড়ো রাত আর সদ্য কৈশর পেরোনো চাঁদ। ডানে-বামে আর্তনাদপ্রিয় সিংহরা; সর্বদাই নিয়ম ভেঙে গাওয়ার অভ্যাস রপ্ত থাকে এদের। সময়-দু’টি নামে ডাকলাম তোমাকে-প্রথমে শিকড় পরে সমাজ। এসবের মানে খুঁজতে কুষ্টিয়ার খোকসায় যেতে চাইলেও নিয়ে যেতে পারি।

কেননা বাঙলায়ন অতি প্রিয় আমার। সত্য যারা স্বীকার করে এদের প্রতি লাল স্যালুট ভুলে যাইনা কখনো। আদি শিল্পের কারুকাজ ছুঁয়েআসা হাতে তৈরি হবে আগামি পাণ্ডুলিপি। নোঙড় তুলে চলে যাবে বিন্দু বিরতীর মঞ্চ। তবুও বহুকাল হাওয়া ফেরী করবে আনমনে নির্মিত সুঘ্রাণ।

সমাজের দেয়াল টপকে খুঁজে পেলাম প্রাণ। ২৬-০১-১৩ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।