আমাদের কথা খুঁজে নিন

   

অসুস্থ বিনোদন

এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে

এই আমারিকায় যেসব টিভি চ্যানেল উন্মুক্ত , মানে ফ্রি পাওয়া যায় অন্তত সে সব চ্যানেলে কোন সংলাপে গালি নিষিদ্ধ। মধু মিতায় যারা টাইটানিক দেখেছেন তারা দেখেছেন অশ্লিলতা দূর কারা যায় ছবি থেকে। ওরা ও ঠিক এই কাজটাই করে বিষয়কে আরও অশ্লিল করে তুলে। হাজার রকমের অনুষ্ঠানের মাঝে তাদের কিছু অনুষ্ঠান থাকে প্রতিযোগিতা মূলক,সেসব অনুষ্ঠানে কুইজ, স্পেলিং কনটেস্ট যেমন থাকে তেমনি থাকে কিছু ফ্রিকি প্রতিযোগিতা। বলে রাখা ভাল তাদের সব প্রতিযোগিতার পুরস্কার হচ্ছে ডলার।

হাজার হাজার ডলার। কাল এমনি এক প্রতিযোগিতা অনুষ্ঠান দেখার দুর্ভাগ্য হয়েছিল ,পিজার দোকানে। পিজার অর্ডার দিয়ে বসে আছি, কিছু করার নাই,দোকানের টিভিতে সেই অনুষ্ঠান দেখছি। মহামূল্যবান প্রতিযোগিতা, বিজয়ী পাবে 20000 ডলার। তিন জোড়া প্রতিযোগী।

প্রতি জোড়ায় একজন ছেলে একজন মেয়ে। প্রথম জোড়া আসল, একটা সুইস টিপল, উপর থেকে 2 বাক্স একসাথে বাধা অবস্থায় আসলো মেঝেতে। প্রথমে একটা বাক্স খুললো, একগাদা সাপ ঘুরা ঘুরি করছে,কোনটা বের হয়ে আসতে চাইছে, কোনটা বের হয়ে আসছে। এই সাপের রাজ্য থেকে কিছু যন্ত্র বের করে নিয়ে 2য় বাক্সটা খুলতে গেল। তার ও সবটা জুড়ে সাপ, ভিতরে বাইরে।

ওখান থেকে একটা প্লেট আর এক গ্লাস পনি বের করে আনলো। এই বার তারা এটা খাবে, প্লেটে কি খাবার ছিল বুঝি নাই, কিন্তু খুব ভয় আর ঘৃনা নিয়ে খাচ্ছে দেখলাম, আর পানিতে ছিল জোক। তাদের ঐ জোক গুলো ও খেতে হবে। হাতে ধরে চাবায়ে চাবায়ে জোক খাচ্ছে..... আমি আর দেখতে পারলাম না। মাথা নিচের দিকে দিয়ে বসে রইলাম।

এই ধরনের ফ্রিক অনুসঠান তারা এই 8টার সময়ে দেখায় বুঝে উঠতে পারলাম না। এই অনুষ্ঠানের আবার স্পনসরও ছিল, মানে মাঝে এ্যড। তার মানে বুঝা যায় এই জিনিস মানুষ খায়, কিন্তু কেমনে এই জিনিস দেখে কিছুতেই বুঝে উঠতে পারলাম না। গালি কি এর চেয়ে বেশি মানসিক ভারসম্য নষ্ট করতে পারে? আমার মনে হয় না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।