আমাদের কথা খুঁজে নিন

   

বিনোদন আর বিনোদন )))))

খালি বিনোদন আর বিনোদন। এতো বিনোদন কই রাখি!! আমাদের প্রধানমনত্রী বলেছেন-"এখন আর কেউ ভাত চায় না। এখন সকলে বিদ্যুৎ চায়, রাস্তা চায়। ”"(প্রতিবেদনের শেষ থেকে দ্বিতীয় প্যারা ) প্রধানমন্ত্রী যথার্তই বলেছেন!! এখন আর জনগন ভাত চাইবে কিভাবে!! জনগনের তো এখন ভাত চাই না মা কুত্তা সামলা মার্কা অবস্থা!!! প্রধানমত্রী আরো বলেছেন তার অধীনেই নির্বাচন হতে হবে। তিনি আরো বলেছেন তার আমলে নাকি কোনো দূর্নীতি হয়নি।

তিনি অতীতে আরো বলেছেন তিনি নাকি সবচেয়ে বড় দেশপ্রেমীক। তো যার আমলে কোনো দূর্নীতি হয়নি যে সবচেয়ে বড় দেশপ্রেমীক তার থেকে যোগ্য লোক আর কেইবা আছে যার অধীনে নির্বাচন হতে পারে??? প্রধানমন্ত্রী শেষে এও বলেছেন যে বিরোধীদল যুদ্ধপরাধীর বিচার বানচালের জন্য নানা রকম কলা কৌশল করছে। জনগনকে তিনি এ ব্যাপারে সজাগ থাকার আহবান জানিয়েছেন। জনগনকে অবশ্যই এ ব্যাপারে সজাগ থাকতে হবে। তাদেরকে ভুলে যেতে হবে বিশ্বব্যাংকের পদ্মা সেতু কেলেংকারি, হেনরি-তানভিরের সোনালী ব্যাংক কেলেংকারি, তাদেরকে আরো ভুলে যেতে হবে রেলের কালো বিড়ালের কথা, তাদেরকে ভুলে যেতে হবে সাগর-রুনির কথা তাদেরকে ভুলে যেতে হবে লিমনের খোড়া পায়ের কথা তবেই না জনগন যুদ্ধপরাধীর বিচার বানচালের ব্যাপারে সজাগ থাকতে পারবে।

প্রধানমন্ত্রীর দরজার সামনে এখন একখানা নোটিশ লাগানো রয়েছে, আর তাতে লেখা আছেbr /> "যুদ্ধপরাধীর বিচারকার্য চলিতেছি এই মূহুর্ত্বে সরকারকে ছোট খাটো ব্যাপার নিয়ে ডিস্টার্ব করিবেন না। বিচার কার্য সম্পাদন হইতে আরো ৫বছর লাগিবে। আপনারা আমাদের ভোট দিয়া ততদিন ক্ষমতায় রাখুন। " ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।