আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ হয়ে তালাশ করলে মানুষ পাওয়া যায়! (চতুরভূজ)

ধুলো থেকে আগমন আবার ধুলোতেই প্রত্যাবর্তন

ভেবেছিলাম আজ ব্লগের বিরুপ আচরণকারীদের নিয়ে কিছু লিখবো। কিন্তু ব্লগে প্রবেশ করে দুয়েকটা পোষ্টে মন্তব্য করতে করতে একটা পোষ্টে গিয়ে থমকে গেলাম! পরে মনে পড়ল আমার নিয়মিত পোষ্ট পড়ার তালিকা থেকে বাদ গিয়েছিল এগুলো। পরে একে একে পড়লাম ও কমেন্ট করলাম সেই পোষ্ট গুলোতে। এরপর আমার চিন্তা ধারা বদলে যেতে লাগল। আর মন চাইল না কারও প্রতি বিরুপ হতে।

আজ আমি এমন একজনকে নিয়ে লিখতে চাই যিনি ব্লগে নিভৃতচারী, যিনি নিজেকে সকল বিতর্কের উর্ধ্বে রাখতে পেরেছেন এ যাবত পর্যন্ত! ২৩৭ টা পোষ্ট করেও! নীরবেই চলতে থাকে তাঁরা পথযাত্রা। যিনি মানুষকে শুদ্ধ কারার এক মহান ব্রত গ্রহন করেছেন পৃথিবীর সবচেয়ে শুদ্ধতম মাহান বানী শুনানোর মাধ্যমে। নির্লোভ এই মানুষটির নেই কোনো রেটিং এর মোহ, কেউ তাঁর ব্লগে এলেও খুশি না এলেও কিছু আসে যায়না। থেমে থাকেনা তার ক্লান্তিহীন পথচলা। বেছে বেছে কয়েকটি ব্লগে পড়ে তাঁর হাতের ছোঁয়া, কখনও ৫ দিয়ে বলে যান অনেক কিছু অথবা কখনও দুয়েকটি লাইন।

তাঁকে অসন্মান করার লোকের সংখ্যা কম, কখনও কখনও অন্মান করেও লোকেরা কেমন যেন অতৃপ্ত হন, ভাললাগেনা নিশ্চই যখন তিনি অতি সহজ ভাবে সরলতার সাথে কোমল করে তাদের বুঝিয়ে দেন যে তোমরা আর আমি সমান নই। তর্ক করতে গেলে দুইজনের লেভেল সমান হওয়া লাগে, একই সমতলে না দাঁড়িয়ে তর্ক করা যায়না। আগে আমার লেভেলে আসো এরপর তোমাদের সাথে কথা। কিন্তু সেটিও তিনি বুঝিয়ে দেন অতি অমায়ীক ভাবে। যখন দেখেন কারো কারো সাথে যুক্তিতে গিয়ে কোনো লাভ হবেনা তখন তিনি ছোট্ট একটা বাক্য বলেন।

এত সহজে আজকাল কাউকে বলতে দেখিনা "জানিনা"। যখন কেউ কেউ না জানলেও এমন ভাণ করে যে বিদ্যাসাগর হয়ে আছি! এতক্ষনে নিশ্চয় সবাই বুঝে ফেলেছেন আমি কার কথা বলছি? হ্যাঁ, আমি তাঁরই কথা বলছি যার নাম "বইপাগল"। তাঁকে প্রকাশ করতে নেইনি কোনো কাব্যের আশ্রয়। অতি সাবলীল ভাষায় তাত্ক্ষনিক ভাবে এই লিখাগুলো একেবারে মনের গোপন গহীন থেকে লিখলাম। বইপাগল - আপনাকে সালাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.