আমাদের কথা খুঁজে নিন

   

ছোট্টবেলার দিনগুলো



ছোট্টবেলার দিনগুলো সব কোথায় হারালো, মায়া ভরা মায়ের হাসি কোথায় ফুরালো; আয়রে তোরা আয় মনের আঙিনায় তোদের পাই না খুঁজে ব্যস্ত কাজে বছর কতো গেলো। সেই সোনা ঝরা দিনগুলো মোর চোখে আজো ভাসে, রিক্তা, তিতাস, রাখিদের আর পাই না আমার পাশে। আয় রে ছুটে আয় আমার কাছে আয় তোদের দেখবো বলে নয়ন জলে বছর কতো গেলো। ছোট্টবেলার দিনগুলো সব কোথায় হারালো, মায়া ভরা মায়ের হাসি কোথায় ফুরালো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।