আমাদের কথা খুঁজে নিন

   

পরাজিতের গন্ধ



আমি পরাজিত মানুষ একটা গন্ধ আমাকে টেনে নিয়ে যায়। আমি ছুটে যাই আমার কাধে তরবারী ছোয়ায় বেচে থাকার লোভে চলে আসি। তবে কিছু রেখে আসি! আবার শুনতে পাই সেই আহ্বানি সুর আমি ছুটে যাই। এবার তরবারী নয় অক্টোপাস ছুড়ে দেয়। আমি তার খাবার হই। সব খেয়ে ফেলে রেখে দেয় উচ্ছিটাংশ প্রাণ। জেগে ওঠে সে আবার যায় তার কাছে প্রশ্ন করে .... :কেন ডাক আমায় বার বার :উততর আসে, আমি স্বার্থপর :আমার ভালোবাসা? :ওটা অসাধারণ কিছু নয়। :অসাধারণ কি? : স্বার্থপরতা :আমার ভালোবাসা? : ও কাদে :কোথায়? : ওই যে স্বার্থপরতার কংক্রিটের দূর্গর নিচে চাপা পড়ে। তাহলে আমি বার বার কি রেখে আসি ওর কাছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।