আমাদের কথা খুঁজে নিন

   

ধর্ম কখনই ভন্ড বা অপ্রয়োজনীয় নয়, ভূল বা ভন্ডামী শুধু ব্যাখ্যায়।

ভিন্ন দৃষ্টি

কৌশিক দা একটু ভূল বল্লেন মনে হয়। ধর্ম কখনই ভন্ড বা অপ্রয়োজনীয় নয়। ভূল বা ভন্ডামী শুধু ব্যাখ্যায়। আপনি যাদের কথা উল্লেখ করছেন তারা ধর্ম পালন করছে ভূল পথে না বুঝে। ধর্ম যা করতে বলছে তার উদ্দেশ্য না বুঝেই।

সবচেয়ে বড় কথা তারা এ সবই শিখছে কিছু স্বার্থান্বেষি, অসৎ, মূর্খের কাছ থেকে। তারা ধর্ম শিখেছে কিছু মন্ত্র মুখস্ত করে মিলাদ পরিচালনা, ওয়াজ পরিচালনা আর সুযোগ বুঝে ফতোয়া দেয়ার উদ্দেশ্যে। ভূল তাদের শিক্ষা, ভূল তাদের প্রশ্ন না করে শুধু মাত্র কিছু শব্দকে গুরুত্ব দিয়ে মুক্তির পথ খোঁজার চেষ্টা। ভন্ড বলুন তাদের যারা রোজার মাসে ৫ ওয়াক্ত নামাজ পরে নিষ্ঠার সাথে রোজা রাখে এবং রোজা রেখে দূর্গন্ধ মুখে একটু পর পর পিচিক পিচিক করে থুতু ফেলে (যেন মনে হয় যত বেশী থুতু ফেলবেন তত বেশী সওয়াব পাওয়া যাবে), কিন্তু ঠিক ঈদের দিনই তারা প্রাত্যহিক নামাজের কথাটাই ভূলে যান। ভন্ড বলুন তাদের যারা দেশের হাজার হাজার মানুষকে আধ পেটা রেখে মসজিদের ভেতর বাহির টাইলস্ দিয়ে মুড়িয়ে দেন।

এই দূর্মূল্যের বাজারে ১৫ টি এসি লাগান। ভন্ড বলুন তাদেরকে, ধর্মকে নয়। বরং সঠিক ব্যাখ্যায় সহজ ভাবে গ্রহন করলে ধর্ম সত্যিই দিতে পারে মুক্তির পথ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.