আমাদের কথা খুঁজে নিন

   

রমজানের ফাজায়েল ঃ মুহাম্মদ সাঈদুল ইসলাম মজুমদার



পবিত্র রমজানুল মোবারক প্রতি বছর রহমত, বরকত, মাগফিরাত ও নাজাত এর বার্তা নিয়ে সমাগত হয় আমাদের নিকট।আরবী চান্দ্র মাসের মধ্যে রমজানের ফজিলত সবচেয়ে বেশী।কেননা এ মাসকেই বলা হয় 'শাহ্‌রুল্লাহ' বা আল্লাহর মাস।রমজানের পরিচয় সম্পর্কে আমরা কম বেশী সকলেই অবগত রয়েছি। এতদসত্বে ও পাঠক সমাজের উপকারার্থে দু'একটি কথা নিম্নে তুলে ধরার প্রয়াস পেলাম। রমজান কি? ঃ পবিত্র রমজানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক ইরশাদ করেন-"রমজান ঐ মাস যে মাসে অবতীর্ণ হয় পবিত্র কোরআনুল করীম।"এ আয়াতের ব্যাখ্যায় আল্লামা মুফ্‌তী আহমদ ইয়ার খান নঈমী(রহমাতুল্লাহি আলাইহি)বলেন-রমজান শব্দটি 'রহমানুন' এর মত আল্লাহর গুণবাচক নামসমূহের অন্তর্ভুত। আর যেহেতু এ মাসে মুমিন মুসলমানগণ সকাল-সন্ধ্যা,রাতদিন আল্লাহর এবাদত বন্দেগীতে রত থাকে এ কারণে এ মাসের নাম রাখা হয়েছে রমজান। যেমনিভাবে মসজিদে ও কাবাঘরে আল্লাহর এবাদত চলার কারণে তার নাম রাখা হয়েছে বায়তুল্লাহ বা আল্লাহর ঘর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।