আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটি জাতীয়তাবাদ

জন্মেই দেখি মুক্ত স্বদেশ ভূমি

সিলেট অঞ্চলের ইতিহাস খুবই ইন্টারেসটিং। খুব প্রাচীন আমলের কথা বলছি না। ১০০ বছর আগেও সিলেট আগেও সিলেট অঞ্চলটা একত্রিভুত ছিল। মূলত সিলেট অঞ্চল বলতে বুঝায় আসামের কাছার, করিমগঞ্জ এবং বাংলাদেশের সিলেট বিভাগকে। ১৯৪৭ সালে প্রথম সিলেটকে টুকরো করা হয়।

করিমগঞ্জ ও কাছারকে আসামে আর বর্তমান সিলেট বিভাগকে বাংলাদেশে ভাগাভাগি করা হয়। সিলেট বিভাগ ১৯৪৭ সালে ৪৮-৫২ ভোটে পাকিস্থানে যোগদান করে। সিলটি ভাষার নিজস্ব বর্ণমালা আছে তা নিশ্চয় জানেন। তাকে বলা হয় নাগরি। সিলেটের অঞ্চলে নাগরি পুথিঁ আজও পাওয়া যায়।

নাগরি নিয়ে ড. সাদিকের গুরুত্বপূর্ন অনেক গবেষণা আছে। ড. সাদিক বাংলাদেশ সরকারের একজন আমলা। তাছাড়া সিলেটি লোকজন তাদেরকে সিলেটি পরিচয় দিতেই বেশী পছন্দ করেন। সিলেটের স্বায়ত্বশাসন নিয়ে যদিও আন্দোলন অব্যাহত আছে সারাবিশ্বে। অষ্ট্রেলিয়ার সিলেটিরা খুবই সংঘবদ্ধ।

এখানে যেহেতু লোকসংখ্যাই কম তাই সিলেটিরাও কম। তবে সারা বিশ্বের প্রবাসী সিলেটির সংখ্যা ইউকে তেই সবচেয়ে বেশী। তাদের কয়েকটি টিভি চ্যানেল ২৪ ঘন্টাই সিলেটি ভাষা সম্প্রচার চালিয়ে যাচ্ছে। বাংলা টিভি, চ্যানেল-এস এর মধ্যে অন্যতম। সিলেটি জাতীয়তাবাদ (আঞ্চলিকতা নয়, পরিষ্কার জাতীয়তাবাদ) এখন দৃশ্যমান সত্যের রূপ ধারণ করেছে।

যা কিনা সময়ের ব্যাপার মাত্র। আমরা আমরা সিলেটি তবে তার চেয়ে বড় কথা বাঙালী । অনলাইন বাংলা টিভি দেখার জন্যে আমার ওয়েব সাইট দেখুন। http://www.mnalamfarid.com/friends আর বিস্তারিত জানতে বাংলা পিডিয়া দেখুন বা এই লিংক দেখুন http://en.wikipedia.org/wiki/Sylhet সিলটি ভাষা সম্পর্কে আর জানতে http://en.wikipedia.org/wiki/Sylheti_language

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।