আমাদের কথা খুঁজে নিন

   

রিলিজিয়াস ফ্রিডম রিপোর্টে বাংলাদেশের অবস্থান

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা

মার্কিন সরকারের সদ্য প্রকাশিত রিলিজিয়াস ফ্রিডম রিপোর্টে বাংলাদেশে ধর্মীয় স্বাধিনতার ব্যপারে সন্তোষ প্রকাশ করা হয়েছে। ভারত পাকিস্তানের চাইতে এদেশের সংখালঘুরা আরো বেশি ধর্মীয় স্বাধিনতা উপভোগ করছে। রিপোর্টে বলা হয়েছে যদিও সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেয়া হয়েছে তবুও আইন, পাবলিক অর্ডার আর নৈতিকতার প্রশ্নে প্রত্যেকেই নিজ ধর্মের প্রকাশ, অনুশীলন ও প্রচার চালাতে পারে সেই অধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে। এতে আরো বলা হয়েছে ধর্মীয় কমিউনিটি গুলোর ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, পরিচালনা আর রক্ষনাবেক্ষনের পুর্ন অধিকার রয়েছে। সংখালঘু নির্যাতনের কোন উল্লেখযোগ্য অভিযোগ না থাকার কথাও এতে বলা হয়েছে।

অথচ কিছুদিন আগে কিছু ব্লগার মিথ্যে অভিযোগ করেছিলেন সংখালঘু নির্যাতনের। যাহোক এই সংখ্যার দি ইকোনোমিষ্টে প্রকাশিত একটি প্রবন্ধে ইউরোপে মসজিদ নির্মানে যে প্রতিবন্ধকতা গড়ে তুলা হয় সে ব্যপারে কিছু তথ্য তুলে ধরা হয়েছিল। নিচে তা সংক্ষিপ্ত আকারে দেওয়া গেল। কিছু দয়ালু এবং শান্তিপ্রিয় তুর্কি পিটাসবার্গে তাদের ইসলামিক সেন্টার বানানোর পরিকল্পনাটির ব্যপারে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হল যখন স্থানীয়দের ক্রোধের সম্মুখীন হতে হল তাদেরকে। অস্ট্রিয়ার হেইডার এই বলে শিরোনাম এলেন যে তিনি যে প্রদেশের গভর্নর সেখানে কোন মসজিদ বানাতে দেয়া হবেনা।

মেম্ফিস, টেনেসিতে স্থানীয়দের প্রবল বিরোধিতা সত্তও মুসলমানেরা শেষ পর্যন্ত সেখানে তাদের কবরস্থান গড়তে সমর্থ হল। দুটি বৃহত্তম সুইস রাজনৈতিক দলের রাজনীতিকরা কনস্টিটিউশনে নতুন আইন প্রনয়নের উদ্যোগ নিলেন যে আইনে সুইজারল্যন্ডে মিনারওয়ালা কোন স্থাপত্য গড়া যাবেনা। উল্লেখ্য হাতে গোনা কয়টি মসজিদ ছাড়া পাশ্চাত্যের বেশিরভাগ মসজিদই অমুসলিমদের প্রতি হুমকিস্বরূপ নয়। ইউরোপের দেশে দেশে মসজিদের নির্মানে এই যে প্রতিবন্ধকতা তৈরি করা আমেরিকাতে তুলনামুলকভাবে নেই বললেই চলে। ইউরোপেও আমেরিকার মত আইনে এবং কনস্টিটিউসনে যদিও ধর্মীয় স্বাধীনতার কথা বলা আছে কিন্তু রাজনৈতিকভাবে তার বাস্তবায়ন নেই।

তুরস্কের ইউনিভার্সিটিগুলোতে যখন মাথায় স্কার্ফ পরা নিষিদ্ধ করা হয় তখন ইউরোপিয়ান কোর্ট ধর্মীয় স্বাধীনতার ব্যপারে নিরব থাকে। পশ্চিমারা যদিও বিভিন্ন প্রকার স্বাধীনতার ব্যপারে সোচ্চার হয় কিন্তু বাস্তবচিত্রটই ভিন্ন। দে শুড ডু হোয়াট ডে প্রীচ। মার্কিন রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে প্রতিবন্ধকতা না থাকলেও ইউরোপে তা আছে। তাই বলতেই হয় পশ্চিমারা যা বলে তা তাদের কাজে প্রতিফলিত হ্ওয়া উচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।