আমাদের কথা খুঁজে নিন

   

খোকাবাবু ত্রয়োবিংশ : আন্তোঁয়া দ্যোঁ সা এক্সউপেরী



খোকা: নমষ্কার! ফেরিওয়ালা: নমষ্কার! ফেরিওয়ালা খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন তৃষ্না নিবারক বড়ি বিক্রি করে। সপ্তাহে একটা বড়ি খেলে আর কোন কিছু পান করার ইচ্ছে হয় না। খোকা: তুমি এগুলি বেচ কেন? ফেরিওয়ালা: এ বড়ি খেলে অনেক সময় বাঁচানো যায়। বিষেশজ্ঞগনের বিষেশ গবেষনায় প্রমানিত হয়েছে, এ বড়ি খেলে সপ্তাহে তেপান্ন মিনিট সময় বাঁচে। খোকা: এই তেপান্ন মিনিট সময় বাঁচিয়ে মানুষ কি কাজে ব্যায় করে? ফেরিওয়ালা: এই তেপান্ন মিনিট সময় মানুষ যে কোন কাজে ব্যায় করতে পারে। খোকা: তেপান্ন মিনিট সময় পেলে আমি ধীরে-সুস্থে হেঁটে হেঁটে একটা ঝর্ণার কাছে যাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.