বীর চট্টলার সংগ্রামী জনতা
মদনের উন্মাদজোন ওয়েবসাইটে এই কৌতুকটা পড়ে মজা পাইছি। তাই সবার সাথে শেয়ার করলাম>> হা হা হি হি।
কৌশিক, মদন আর ঢালী জাহান্নামে গেছে। দাড়োয়ান্ একটা কাঠাল গাছ দেখিয়ে সতর্ক করে দিলো এই গাছের কাঠাল খাবে না তোমরা। যদি খাও তবে ভয়ংকর শাস্তি রয়েছে।
কিন্তু কিছুদিন পরে কৌশিক ভুলে গেল। একটা কাঠাল ভেঙে সবার অগোচরে খেয়ে ফেলল। সাথে সাথে গায়েবী ফরমান, সীমালংঘনকারী! এই নে তোর শাস্তি। তাকিয়ে দেখলো এক কুৎসিত রমনী। ফরমান হলো, তার সাথে তোর সারা জাহান্নাম জীবন কাটাতে হবে।
ঢালী ও মদন তো মহা আনন্দে ঘুরে বেড়ায়। পাঁচশ বছর পরে মদন আবার একই ভুল করলো। সাথে সাথে গায়েবী ফরমানে তার জন্য বরাদ্দ হলো এক কুৎসিত বৃদ্ধা! মদন কাঁদতে কাঁদতে তাকে নিয়ে চলে গেল।
এর এক হাজার বছর পরে ঢালির সাথে দেখা। মদন ও কৌশিক ঢালীকে দেখে তো অবাক।
সাথে ঐশ্বরিয়া! ঢালীকে প্রশ্নে প্রশ্নে বিধ্বস্থ করে ফেলল, তুই কাঠাল খেয়ে কেমনে ঐশ্বরিয়াকে ম্যানেজ করলি? ঢালী চুপ।
এমন সময় ঐশ্বরিয়া মুখ খোলে। বলে, আরে না! কাঠাল খেয়েছিলাম আমি!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।