আমাদের কথা খুঁজে নিন

   

হাদীস পড়ি জীবন গড়িঃ রমজ়ান ও রোজ়া সংক্রান্ত - ১২

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

রোজ়া কিয়ামতের দিন মুমিনের জন্য শাফায়াতকারী হবে . . . আবদুল্লাহ্‌ ইবন আম্‌র (রাদিয়াল্লাহু আনহুমা) বর্ণনা করেছেন যে রসূলুল্লাহ্‌ (সাল্লা আল্লাহু আলায়হি ওয়া সাল্লাম) বলেছেনঃ "রোজ়া এবং কুরআন কিয়ামতের দিন আল্লাহ্‌র বান্দার জন্য তাঁর কাছে সুপারিশ করবে। রোজ়া বলবেঃ 'প্রভূ হে! আমি তাকে দিনের বেলা পানাহার এবং বাসনা চরিতার্থ করা থেকে বিরত রেখেছি। অতেব আমাকে তার পক্ষে সুপারিশ করতে দাও।' কুরআন বলবেঃ 'আমি তাকে রাতে ঘুম যাওয়া থেকে বিরত রেখেছি। সুতরাং আমাকে তার পক্ষে সুপারিশ করতে দাও।' আর তাদের সুপারিশ গ্রহন করা হবে।" [ইমাম আহমদ তাঁর মুসনাদে হাদীস্টি সংকলন করেছেন] ছবিঃ বিবি খানুম মসজিদ-উজ়বেকিস্তান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।