আমাদের কথা খুঁজে নিন

   

হাদীস পড়ি জীবন গড়িঃ রমজ়ান ও রোজ়া সংক্রান্ত - ১১

কল্যাণের কথা বলি, কল্যাণের পথে চলি।

তারাবীহ্‌ নামাজ় সংক্রান্ত . . . আবূহুরায়রা (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত যে রসূলুল্লাহ্‌ (সাল্লা আল্লাহু আলায়হি ওয়া সাল্লাম - আল্লাহ্‌র করুণা ও শান্তি বর্ষিত হোক তাঁর উপর) বলেছেনঃ যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওআবের আশায় রমজ়ানে কিয়াম (রাতের নামাজ় / তারাবীহ্‌) করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ্‌ মাফ করে দেয়া হবে। ইমাম বুখারী ও মুসলিম হাদীসটি বর্ণনা করেছেন, আর ইমাম আন-নাওয়ায়ী রিয়াদুস-সালেহীনে এটি উদ্ধৃত করেছেন (হাদীস নং ১১৮৭)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।