আমাদের কথা খুঁজে নিন

   

ইমার্জেন্সী ড্রিল

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

সকালে অফিসে এসেই মেজাজ খারাপ হয়ে গিয়েছিল, আজ ইমার্জেন্সী ড্রিল হবে। পুরো ব্যাপারটাই একটা অভিনয়ের মতো, কতগুলো সিচুয়েশন কল্পনা করে সেই সিচুয়েশনগুলোতে কি করতে হবে তার একটা প্র্যাকটিস করা আর কি! রোজা-রমজানের দিনে সকালে ঢুলতে ঢুলতে অফিসে এসে এসব অভিনয়-টভিনয় কার ভাল লাগে! পুরো ব্যাপারটা এরকম; দশটার সময় ঘোষনা দেয়া হবে যে ম্যাগনিচিউড ৭/৮ এর কাছাকাছি একটা ভুমিকম্প হয়েছে, সুতরাং সবাই সতর্ক হয়ে যাও। তারপর আগুন লাগবে কোন একটা জায়গায়, আগুন নেভানো হবে, এবং অফিসের সবাই মিলে লাইন ধরে পার্কিংয়ে চলে যাবে। এভাবে ভুমিকম্প বা আগুন লাগলে সবাইকে সরানো হবে। এই হলো মোটামুটি সিনারিও।

সেটা অফিসের বস্-দের একজন মেইলে জানালেন, সকালে মেইলটা পরেই মেজাজ বিগড়ে গেল। আরে বাবা! এরকম 'মক্' করে কি কিছু হয়? যখন আগুন লাগবে তখন কি আর এরকম অভিনয় করে কাজ হবে? তখন তো সবাই যে যার মতো দৌড়ে পালাবে, চাচা আপন প্রাণ বাঁচা। এরমধ্যে আমার দায়িত্ব হলো আগুন নেভানোর, সেজন্য নাকি আমাকে শুনতে হবে কোথায় আগুন লেগেছে সেটা, তারপর কলিগদেরকে বলতে হবে কোথায় কোথায় আগুন নেভানোর ডাব্বাগুলো আছে, চারপাঁচজন সেই অগ্নিনির্বাপকযন্ত্র পর্যন্ত দৌড়ে গিয়ে সেটাকে বহন করে নিয়ে আসার ভান করবে; তারপর আমরা তিন চারজন যে যে জায়গায় আগুন লেগেছে সেখানে প্রাথমিক ও সাময়িকভাবে আগুন নেভানোর জন্য স্প্রে করব, মোটামুটি একমিনিট। এই হলো আমার কর্তব্য -- আরে বাবা, কোন মানে হয় এসবের। স্প্রে করাইতে হলে সত্যি সত্যি করাও, একটু সাদা পাউডার ছিটাই এখানে ওখানে; না, খালি অভীনয় করতে হবে! বুক ফাটে তো মুখ ফোটেনা আমার, কাজেই মনের ভেতরেই গজগজ শুরু করলাম।

ঠিক দশটায় সিলিংয়ের স্পিকারে ঘোষনা এলো 'ম্যাগনিচিউড ৭.৫ এর একটা ভুমিকম্প হয়েছে শিনাগাওয়া এলাকায়, সবাই ডেস্কের নীচে ঢুকে নিরাপদ অবস্থান গ্রহন করুন। ' 'ম্যাগনিচিউড ৭.৫ এর একটা ভুমিকম্প হয়েছে শিনাগাওয়া এলাকায়, সবাই ডেস্কের নীচে ঢুকে নিরাপদ অবস্থান গ্রহন করুন। ' দেখলাম টপটপ করে কলিগরা সব ডেস্কের নিচে ঢুকে যাচ্ছে, আমিও ঢুকলাম। পাশের কিউবকলের কলিগ তখন ফোনে কার সাথে কথা বলছিল, কোনভাবে কথা শেষ করে ডেস্কের নীচে ঢুকতে ঢুকতে বলল, 'রিয়াল ভুমিকম্প হইলে তো আজকে গেছিলাম!' মিনিটখানেক পর ঘোষনা দেয়া হলো যে ভুমিকম্প থেমেছে, সবাই নিজনিজ অফিসে কোথাও আগুন লেগেছে কিনা চেক করুন। উল্লেখ্য, কান টানলে মাথা আসার মতোই ভুমিকম্পের পর আগুন লাগে, এবং ভুমিকম্পের চেয়ে ক্ষতিটা মূলতঃ হয় আগুনের কারনেই।

ঠিক তখনই আমরা পাঁচ জন অফিসরুমের বিভিন্ন জোনে সিলিংয়ে ইনবিল্ট অবস্থায় রাখা স্মোক সেন্সরের দিকে ছুটে গেলাম, পুরোটাই অভিনয়। একজন দৌড়ে এসে বলল টিভিব্লকের ওখানে সেন্সর সিগন্যাল দিচ্ছে, (সাধারণত কান ঝাঁঝালো শব্দ করে) এসব সেন্সর। সাথে সাথে কন্টাক্টের চার্জে যে ছিল সে কোম্পানীর মেইন অফিসের ডিজাস্টার কন্ট্রোল সেকশনে ফোন করল, যে সিগন্যাল আবিস্কার করল সে লোকাল ফায়ারব্রিগেডে ফোন করল (এটা মক্, সত্যি সত্যি ফোন করলে ফায়ার ব্রিগেড প্যাঁপোঁপ্যাঁপোঁ করতে করতে ছুটে আসত অফিসে, কেলেংকারী হয়ে যেত)। আমাদের সেকশনের ডিজাস্টার কন্ট্রোল ইন চার্জ ঘোষনা দিলেন যেহেতু আগুন লেগেছে, সবার বের হয়ে যাওয়াই বেটার। সাথেসাথেই ইভ্যাকুয়েশন প্রসেস ইন চার্জ আর তার সহকারীরা ছুটে গেল চেক করতে যে, যে যে রুটে আমরা সবাই অফিস থেকে বের হবো, সেই রুটটায় আগুন লেগেছে বা কিছু ধসে পড়েছে কিনা।

একই সাথে আমারও পালা, আগুনের সাময়িক নির্বাপন, সবাইকে বললাম অফিসরুমের দুই দরজার পাশে ভেতরে, আর বিল্ডিংয়ের মেইন এন্ট্রান্সের দরজার পাশের বক্সে ফায়ার এক্সটিংগুইসার আছে, তবে যেহেতু এক জায়গায় আগুন লেগেছে একটাতেই হবে। বলে আমি নিজেই হাতের কাছে যে দরজাটা সেটার পাশ থেকে যন্ত্রটা নিয়ে ছুটে গেলাম টিভি ব্লকের দিকে, আগুন নেভানোর অভিনয় করলাম। এরমধ্যে অফিস মেম্বাররা সবাই একে একে ইভ্যাকুয়েশন ইন চার্জের ইন্স্ট্রাকশন ফলো করে বের হয়ে গেল মেইন এন্ট্রান্সের কাছে, তারপর আমরা যারা ইন চার্জ তারা কেউ ভেতরে বাকী নেই এটা চেক করে বের হয়ে গেলাম। মেইন এন্ট্রান্সের সেখান থেকে তারপর সবাই পার্কিংয়ে গেলে আবার নাম ডেকে চেক করা হলো সবাই ঠিক আছে কিনা। পুরো ব্যাপারটি ঘটাতে আমাদের সময় লাগল দশ মিনিটেরও কম, এবং এই প্রথম মাথা পুরো ক্লিয়ার হয়ে গেল যে আগুন-ফাগুন লাগলে কি কি করতে হবে।

সকালের রাগটা মাটি হয়ে গেল, বুঝলাম, আপাতঃদৃষ্টিতে হাস্যকর ধরনের অভিনয় করলেও, কোন জিনিসটা কোথায় আছে, কোন কোন কাজগুলো কে কে করবে, সবকিছুর একটা সুন্দর রিভাইজ হয়ে গেল। মাত্র দশমিনিটে। দিনে দশমিনিটের বেশী সময় মেইল বা ব্রাউজিংয়ে নষ্ট করি। (এখন অবশ্য লাঞ্চ আওয়ারে লিখছি, সাধারনত লাঞ্চ আওয়ারে পোস্ট লিখি ) মাসে এরকম দশ মিনিট ব্যয় করলে প্রাণ বাঁচে। যদিও আমাদের অফিসে এটা হয় বছরে একবার।

বাংলাদেশের অফিসগুলোতে অফিস বিল্ডিংয়ের সাথে সামঞ্জস্য রেখে এরকম ম্যানুয়াল বানানো উচিত, আর অবশ্যই দুই বা তিনমাসে একবার প্র্যাকটিস। আগুন লাগলে সাধারণত কি করব দিশেহারা হয়েই স্টাম্পিড ঘটে। সবাই যদি জানে কি কি করতে হবে এবং সেটার প্র্যাকটিস থাকে তবে বিশৃঙ্খলা এড়ানো যায়। আমি এখন সিরিয়াসলি একটা জেনারেল ম্যানুয়াল বানানোর কথা ভাবছি। এই লাইনের কেউ থাকলে আওয়াজ দিয়েন।

*************************************** আমাদের এই এলাকায় (শিনাগাওয়া@টোকিও) সনির অফিস বিল্ডিং আছে মোট ১২ টি, আজ প্রত্যেক বিল্ডিংয়েই এই 'ইমার্জেন্সী ড্রিল' হয়েছে। পার্কিংয়ে যখন অফিসের সবাই জড়ো হলাম তখন একজন সবার নাম ডেকে নিশ্চিত করল যে সবাই নিরাপদে বাইরে আসতে পেরেছে। আমরা যখন আবার অফিস বিল্ডিংয়ের দিকে রওয়ানা দিলাম তখনই শুনলাম প্যাঁপোঁপ্যাঁপুঁ প্যাঁপোঁপ্যাঁপুঁ বাজিয়ে অন্ততঃ পাঁচটা ফায়ার ব্রিগেডের গাড়ী কাছাকাছি আসছে। আমি কনফার্ম, অন্য কোন বিল্ডিংয়ের কোন এক আবুল অভিনয় করতে গিয়ে আসলেই লোকাল ফায়ারব্রিগেডে ফোন করে ফেলেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।