আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্ন বাঁচিয়ে রাখলো উরুগুয়ে

স্বাগতিকদের পক্ষে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন এদিনসন কাভানি ও ক্রিস্তিয়ান স্তুয়ানি।
দুই ম্যাচ হাতে রেখে বিশ্বকাপ নিশ্চিত করতে উরুগুয়ের মন্তেভিদেওর স্তাদিও সেন্তেনারিওতে ১ পয়েন্ট দরকার ছিল কলম্বিয়ার। কিন্তু উরুগুয়ের আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে পেরে উঠতে না পারায় তাদের সে লক্ষ্য পূরণ হয়নি।
নিজেদের মাঠে উরুগুয়ে শুরু থেকেই অতিথিদের উপর ভীষণ চাপ সৃষ্টি করলেও খেলায় প্রথম সুযোগ করে কলম্বিয়াই। ২৫ মিনিটে দ্রুত নেয়া ফ্রি কিক থেকে সুযোগটি এসেছিল।

গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার সঙ্গে ‘ওয়ান টু ওয়ান’ অবস্থায় রাদামেল ফ্যালকাওয়ের শট লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় উরুগুয়ে।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু এদিনসন কাভানির জোরালো শট বারে লেগে ফিরলে হতাশ হতে হয় স্বাগতিকদের।
৭৭ মিনিটে আর ভুল করেননি কাভানি। ডানদিক থেকে ম্যাক্সিমিলিয়ানো পেরেইরার দুর্দান্ত ক্রস থেকে দু'জন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন পিএসজির এই স্ট্রাইকার।


তিন মিনিট পরই সাউথহ্যাম্পটনের মিডফিল্ডার গ্যাস্তন রামিরেসের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করে ফেলেন অরক্ষিত স্তুয়ানি। এরপর দুই দলই গোলের আরো কয়েকটি সুযোগ তৈরি করলেও লক্ষ্যভেদ করতে পারেনি কেউই।
২২ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে উরুগুয়ে।
এ ম্যাচে হারলেও ১৪ খেলায় ২৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে কলম্বিয়া। সমান খেলায় ২৪ পয়েন্ট নিয়ে চিলি আছে তিন নম্বরে।


দিনের অন্য খেলায় বলিভিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইকুয়েডর। তাদের পয়েন্ট উরুগুয়ের সমান (২২) হলেও গোল গড়ে এগিয়ে চতুর্থ স্থানে আছে তারা।
পেরুকে ৩-২ গোলে হারিয়ে কাগজে-কলমে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে ভেনেজুয়েলা। ১৫ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে দলটি।
আর ইতোমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে পেরু, প্যারাগুয়ে ও বলিভিয়ার।


লাতিন আমেরিকা থেকে পয়েন্ট তালিকার প্রথম চারটি দল সরাসরি ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। পঞ্চম দল প্লে-অফে খেলবে এশিয়া অঞ্চলে পঞ্চম হওয়া জর্ডানের সঙ্গে।
বিশ্বকাপের বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকা:
 
 

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.