আমাদের কথা খুঁজে নিন

   

একটি গরুর জবানবন্দি.........আমার কলমে

নীল নির্জনে একাকি,তোমার পানে চেয়ে

একদা এক কলেজ মাঠে গরু খেতো ঘাস, এই ভাবে কেটে যেত মাসের পর মাস। হটাৎ গরু র মনে হল , গোয়ালটা যেন ভালছিল, যেই না ভাবা সেই না কাজ গলায় নিল দড়ির সাজ। তারপর সে গোয়ালে এল, বছর কয়েক কাটল ভালো। রাখাল বেটির ভীষন আদর, কিন্তু বেটি হচ্ছে ত্যাদোড়। দিন যত যায় কাজও বাড়ায় বোঝা বওয়ায় ঘানিও টানায়। গরুর যত কামাই হয়, রাখাল বেটির পকেটে যায়। স্নো পাউডার মাখে বেটি পায়েতে গলায় হিলের চটি, গরু বেটার জোটে না খাবার মনটা টানে মাঠে বার বার। কিন্তু হায় কি করবে সে, গলায় দড়ি খুলবে কে, সুতরাং আবার সে কাজ করে, টাকা কামায় খেটে মরে । সন্ধেবেলায় শুক নো খড় চিবায় এইভাবে জীবনটাও বয়ে চলে যায় (পুরটা কাল্প নিক ............কেউ মিল পাওয়ার আপ্রান চেস্টা করলে নিজের দায়, আমার নয়, আগেই বলে দিচ্ছি কিন্তু......)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.