আমাদের কথা খুঁজে নিন

   

আমি কিংবদন্তীর কথা বলতে এসেছি



বই কিংবা চলচ্চিত্রের পাশাপাশি আজকাল দেশ-বিদেশের কিংবদন্তীদের পরিচিতি আজকাল ফুটে উঠেছে মানুষের আমি পোষাকেও । কিংবদন্তীদের চিনে নেবার এই নতুনতর ধারণাটির সৃজনশীল উপস্থিতি পাওয়া যাবে 'কিংবদন্তী'র প্রতিটি পোষাকে । এর সাথে দেশীয় চেতনার প্রতিনিধিত্বের প্রবণতাটুকুও চোখে পড়বে সহজেই । শাহবাগ আজিজ সুপার মার্কেটের দোতলায় ১২৭ নং দোকানে কিংবদন্তীর নিজস্ব বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে ছেলেদের টি-শার্ট, শার্ট, শট-পান্জ্ঞাবি, মেয়েদের ফতুয়া, থ্রি-পিস , ওড়না । ঢাকার বাহিরে ময়মনসিংহের নতুনবাজারে সাহেব আলী রোডে কিংবদন্তীর শাখা রয়েছে ।

এছাড়া চট্টগ্রামের মেহেদীবাগে 'বিশদবাংলা'য় কিংবদন্তীর পোষাক পাওয়া যায় । কিংবদন্তীর সকল পোষাকে ব্যবহার করা হয়েছে হাতে বোনা তাতেঁর কাপড় । আদিবাসীদের বোনা কাপড় ও কিংবদন্তীতে পাওয়া যায় । রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম , সত্যজিৎ রায় , চে গুয়েভারা , আল্যান গিন্সবার্গ, চার্লি চ্যাপলীন ,বব ডিলান, বব মার্লে সহ প্রমূখ কিংবদন্তীদের পোট্রেট থেকে শুরু করে জয়নুল কিংবা অরি ম্যাতিসের আকাঁ ছবি উঠে এসছে কিংবদন্তীর পোষাক গুলোতে । ইদকে সামনে রেখে কিংবদন্তীর রয়েছে বিশাল ঈদ পোষাক সম্ভার ।

রোজার প্রথম দিক তেকেই শুরু হবে বকংবদন্তীর ঈদ আয়োজন । আর সেপ্টেম্বর মাসে চলছে কিংবদন্তী কবি আল্যান গিন্সবার্গ এর স্মরণ । এজন্যে কিংবদন্তী মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত বিখ্যাত কবিতাটি 'সেপ্টেম্বর অন যশোর রোড' আর গিন্সবার্গকে নিয়ে একটি টি-শার্ট । কিংবদন্তী যেন তার পোষাকে সেই কিংবদন্তীর কথাই বলতে এসেছে । কিংবদন্তীতে আপনাদের আমন্ত্রণ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।