আমাদের কথা খুঁজে নিন

   

আন্টি আপনার কয়দিন ছিলো !!!!!



আমার ছোট ভাই উপল তখন ক্লাস ওয়ানে পড়ে। বেচারার খতনা করা হলো। ব্যথায় অস্হির। আমাদের পাশের বাসায় থাকতো আজাদদের ফ্যামিলি। ফরহাদ ওদের ছোটভাই।

উপলের সমবয়সী। তো ফরহাদের আম্মু আসলেন উপলকে দেখতে। উপল কেঁদে কেঁদে আম্মুকে জিগ্যেস করছে ব্যথা কয়দিন থাকবে। আম্মু বল্লেন, ''বেশীদিন না বাবা এইতো দুই তিন দিন''। আন্টিও ওকে স্বান্তনা দিতে চাইলেন।

''কাইদো না বাবা, এই ব্যথা বেশীদিন থাকবো না। আমার ফরহাদেরও তিনদিন ব্যথা আছিলো। '' উপল তখন গোংগাতে গোংগাতে আন্টিকে জিগ্যেস করলো,'' আন্টি আপনার কয়দিন ছিলো ?''

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।