আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরবন ভাবনা - ১

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

বাংলাদেশে এমন কিছু জায়গা রয়েছে, যা না দেখলে মনে হবে জীবনটাই বৃথা। সুন্দরবন এমন ই এক জায়গা। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবন। স্রষ্টা তাঁর অপার মহিমায় ঢেলে সাজিয়েছেন এই সুন্দরবনকে।

প্রচন্ড বিক্ষিপ্ত মন নিয়ে গিয়েছিলাম সুন্দরবন কিছুদিন আগে। ছিলাম ১ মাস। পর্যবেক্ষণ করেছি সমুদ্র উপকূলের মানুষের জীবন সংগ্রাম, তাদের সমস্যা, তার সমাধানের পথ। দেখেছি সুন্দরবনের অসাধারণ রূপ। গিয়েছিলাম এমন গহীন এক বনে যেখানে আমারদের আগে আর কোন মানুষের পদচিহ্ন পরেনি।

বিশেষ একটি ব্যবস্থায় যাওয়ার কারনে সুবিধা পেয়েছি এবং দেখতে পেরেছি অন্যদের চেয়ে একটু আলাদাভাবে। একেক সময় এর রূপ একেকরকম। সবচেয়ে ভাল সময় হল শীতকাল। কিন্তু যদি দু:সাহসী হন তাহলে এপ্রিলের পর যাওয়া ভাল, যদিও তখন অনুমতি পাবেন না ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। কারন, তখন জীবনের রিস্ক থাকে।

নদী থাকে উন্মত্ত। সুন্দরববনের নদী অনেক সাগরের চেয়েও অশান্ত। সুন্দরবন নিয়ে ধারাবাহিকভাবে লিখতে যাচ্ছি। যখন সময় পাব, তখনই শেয়ার করব আমার অনুভূতি আর অভিজ্ঞতা। ছবি: হারবাড়িয়া ইকোট্যুরিজম স্পটে চিত্রা হরিণের পানি খাওয়া


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.