আমাদের কথা খুঁজে নিন

   

একটি মিনি গল্প: শিকারি

দ্যা ব্লগার অলসো.....

লম্বা দম নিয়ে আস্তে আস্তে ছাড়ল শিহাব। মনের মধ্যে জমে থাকা বিক্ষিপ্ত চিন্তাগুলোকে বের করে দেবার জন্য বেশ ভালো একটা প্রচেষ্টা এটি। তবে যতোই চেষ্টা করুক ও, কিছুতেই ভাবনাটাকে এড়াতে পারছেনা । এটাই শেষ সুযোগ। কোনোরকমে যদি এটা হাতছাড়া হয়ে যায়, তাহলে ওর সবকিছুই বরবাদ হয়ে যাবে।

কতো স্বপ্নই না ছিলো; ভালো করে লেখাপড়া করবে। কমপিউটার নিয়ে সীমাহীন আগ্রহ ছিলো শিহাবের। জোড়াতালি দিয়ে এসএসসি’র পাট চুকানোর পর একটা ট্রেনিং সেন্টারে ভর্তিও হয়েছিলো। কিন্তু অর্থের অভাবে বেশিদূর এগোতে পারেনি। পরিবারের বড় ছেলে হওয়ার সুবাদে (দুভার্গ্যে) কাঁধে দায়িত্ব এসে পড়ে।

যার কারণে স্বপ্নের চোখে ঠুলি পরিয়ে কাজের সন্ধানে বেরোতে হয়। কিন্তু সেখানেও দুর্ভাগ্য পিছু ছাড়েনা। যে দেশে গ্রাজুয়েটদের জুতোর তলা ক্ষয়ে যায় কাজ খুঁজতে খুঁজতে, সে দেশে এসএসসি সার্টিফিকেট ধারীদের কি অবস্থা তা সহজেই অনুমেয়। অনেক অপমান, লাঞ্ছনা সয়ে চাকরির বাজারের মুখে কষে এক লাথি কষিয়ে এদের দলে ভিড়ে যায় শিহাব। সেই থেকে এখানেই আছে ।

কিন্তু এখনো ওর যোগ্যতা প্রমাণ করতে পারেনি শিহাব। কাজটা খুব কঠিন। জীবনে যে কখনো খেলনা পিস্তল হাতে নেয়নি তাকে করতে হচ্ছে শিকার। স্বভাবতই বারবার ভুল করছে ও। শেষবারের মতো একটা সুযোগ দেয়া হয়েছে ওকে।

এবং বলা হয়েছে, এবারই শেষ; এরপর ওকে আর সুযোগ দেযা হবেনা। তাই ভীষণ নার্ভাস বোধ করছে ও। এখানে ব্যর্থতার কোন স্থান নেই, এটা চিন্তা করে দারুণভাবে ঘামছে ও। শেষবারের মতো লম্বা দম নিলো ও, তারপর ধীর গতিতে ছাড়তে লাগলো। অস্ত্র হাতে নিলো শিহাব, টেলিস্কোপ সাইটে চোখ রাখলো , অন্য চোখ বন্ধ।

ওর টার্গেট নড়ছেনা, স্থির। ত্রিশ ফুট দুরে ওর লক্ষ্য। ট্রিগারে আঙ্গুল রাখলো ও, মনের মধ্যে চিন্তার ঝড় বয়ে যাচ্ছে- ছোট ভাই-বোনকে মানুষ করতে হবে....., মা-বাবার মুখে হাসি ফোটাতে হবে....., নিজের পায়ে দাঁড়াতে হবে। মানসিক শক্তি একীভুত করে সব চিন্তাকে ঝেঁটিয়ে বিদায় করলো শিহাব, তারপর আস্তে করে টিপে দিলো ট্রিগার। সাইট থেকে চোখ নামালো শিহাব, দেখলো ওর বুলেট নিখুঁতভাবে লক্ষ্যভেদ করেছে।

‘ওয়েল ডান, মাই বয়, দারুণ দেখিয়েছো। একেকবারে কেন্দ্রবিন্দুতে তোমার বুলেট আঘাত করেছে। সাফ গেমসে এবার তুমি যাচ্ছো। ’ বললেন কোচ। শিহাবের হাসি দু’কান গিয়ে ঠেকলো।

******

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.