আমাদের কথা খুঁজে নিন

   

প্রেক্ষাপট বাংলাদেশঃ এ্যারিয়াল ভিউ

হঠাৎ শুন্যতা ...................

আমি কখনই খুব বেশি রাজনীতি সচেতন ছিলাম না এবং এখনও নই। কারন, জন্মাবধি যে রাজনীতি কালচার অনুশীলন হতে দেখেছি এবং দেখছি তা কখনই আমাকে এই বিষয়ে আগ্রহী করে তুলেনি। তারপরও দেশের একজন সাধারন নাগরিক হিসেবে খালি চোখে বর্তমান রাজনীতির যা বুঝি তা আমাকে আশাবাদি বা নিরাশাবাদি করে তুলছে কিনা তা বুঝতে না পারলেও আমার বিবেচনাকে গোলকধাঁধায় আবর্তিত করে চলেছে এটুকু বুঝি। বাংলাদেশের ইতিহাসে প্রথম বারের মত প্রথম শ্রেনীর (সামাজিক স্তরের ভিত্তিতে) দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তার ও বিচার হয়েছে ও হচ্ছে। দেশের দুই প্রধান রাজনৈতিক দলের দূর্নীতিপরায়ণ নেত্রীবৃন্দ সাবজেলে বন্দি... এসব আশাবাদি হওয়ার মত ঘটনা।

আন্ধাকানুন হয়তো তার চখের কালো ব্যান্ড খুলেছে (!)। অপর দিকে নির্দলীয় (!)তত্তাবধায়ক সরকার এর সংষ্কার কারক্রম বেশ বাহবা পাচ্ছে। দেশে চলছে জরুরী অবস্থা। সেনাবাহিনীর প্রতক্ষ ও পরক্ষ সমর্থনে ঝেঁটিয়ে বিদায় করা হচ্ছে পুরানো জঞ্জাল। এসবও আশাবাদি হওয়ার মত ঘটনা।

তত্তাবধায়ক সরকার জনগনের কাছে সময় চেয়েছেন ২০০৮ এর শেষার্ধ্য পর্যন্ত। তাঁরা আশাবাদি, ততদিনে জঞ্জাল সাফ হয়ে যাবে, মৌলিক সংষ্কার সাধিত হবে প্রশাষন-রাজনৈতিক দল-সার্বিক পর্যায়ে। অবশ্যই আশাবাদি হওয়ার মত প্রক্রিয়া। আমরা “আমজনগন”, ধীর-স্থীর-সহনশীল, দীর্ঘ দিন পাটা আর শীলের মাঝে পড়ে ছিলাম, আপাত সস্থির নিঃষাস ফেলছি। কিন্তু আমরা যে ঘর পোড়া গরু, ৩৬ বছর ধরে যে ঘর পুড়েছে তা কি এত সহজেই নিভে যাবে? ২০০৮ শেষে দুর্নীতির ছাই চাপা আগুন যে লকলকিয়ে উঠবে না তার কি ভরসা।

কারন, আপা-ম্যাডাম সহ এর পরবর্তী প্রজন্ম যে ইতীমধ্যে দুর্নীতির দায়ে হাজতবাসে আছেন। সুতরাং ভরসা কিসে? নিরাশা ডানা মেলে...বয়োবৃদ্ধ নেতারা যেমন দেশকে ১৯৭১-এ ইন্ডিপেন্ডেন্ট করেছেন তেমনি কিছু বিপথগামী নেতা-ব্যবসায়ী-ব্যাক্তি দেশ কে দুর্নিতীর অন্ধকারে নিমজ্জিত করেছেন। শুধু তাই নয়, তারা পরবর্তী প্রজন্মকে সেই দুর্নীতির পথে পরিচালিত করেছেন যা ক্ষমার অযোগ্য। আমার খুদ্র বুদ্ধিতে যা বুঝি এবং আনুধাবন করি, এই তত্তাবধায়ক সরকার ২০০৮-এর মধ্যেই নির্বাচন সম্পন্ন করবে এবং একটি রাজনৈতিক সরকার ক্ষমতায় আসবে। তবে আমি সেই সরকারের কাছ থেকে বড় কোন পরিবর্তন কিংবা উত্তরণ আশা করি না।

কারন দুর্নীতির মূল অনেক গভীরে গ্রথীত। এক/দুই বছরে তা উপড়ে ফেলা সম্ভব নয়। আরো একটি প্রজন্ম এই পুরোন পাপের ফসল ঘরে তুলবে এবং আমরা আরো ১০/১৫ বছর এর জাঁতাকলে নিঃষ্পেষিত হব। তবে আমি আশাবাদী... নতুন প্রজন্ম থেকে কেউ হয়তো আসবে যারা প্রকৃত রাজনীতি করবে, যারা বিদ্যান-শয়তান হবে না। মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০০৭


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.