আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ কি এখনো উৎকোচ নেয়?



দেশের বর্তমান পরিস্থিতিতে পুলিশ ঘুষ নেয় কি-না তা আমার জানা নেই। তবে জিডি করতে এসে এখনো থানার মুন্সীকে ৫০ টাকা উৎকোচ দিতে হয়। এটা কি ঘুষ নয়? মঙ্গলবার কাজীপুর থানা চতরে অনুষ্ঠিত নাগরিকদের সঙ্গে পুলিশের মুক্ত মতবিনিময় অনুষ্ঠানে এমন প্রশ্ন রাখেন কাজীপুর উপজেলার গাল্পইল গ্রামের কৃষক আবদুস সামাদ আজাদ। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার নজরুল হোসেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদ আলমসহ থানার সব কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।

স্থানীয় কলেজ প্রভাষক আবদুল জলিল পাসপোর্ট করতে পুলিশি তদন্ত রিপোর্ট এবং মামলার তদন্তে অর্থনৈতিক তদবির ছাড়া রিপোর্ট জমা দেওয়া নিয়ে গড়িমসি করা হয় বলে জানালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট এবং ১৫ দিনের মধ্যে মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে বলে ঘোষণা দেন। বক্তাদের অনেকেই এখনো নীরবে ঘুষ লেনদেন চলছে উল্লেক করে এ ব্যাপারে ঊধ্বর্তন পুলিশ কতৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেন। সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বিগত সময়ের স্মৃতিচারণ করে জানান, চেয়ারম্যান থাকাকালে থানায় মামলা দায়ের করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে আসামি আমাদের দলের কিনা এমন প্রশ্নের সম্মুখীন হতে হতো। এখন অবস্থা পাল্টে গেছে বলে জানান। অতিরিক্ত পুলিশ সুপার উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করে পুলিশকে সাধারণ মানুষের বন্দু হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.