আমাদের কথা খুঁজে নিন

   

[রসরচনা] রামছাগলের উপাখ্যান....২ [শ্রীমতি "অশ্রু" করকমেলেষু]

বন্ধ জানালা, খোলা কপাট !

'নাইন ফর ফাইন প্রেম;'-কথাটা এক বড় ভাইয়ের মুখে শুনেছিল সে ! অতএব,নাইনে উঠে ফাইন অপেক্ষায় সে প্রহর গুনল । ধীরে ধীরে এক বিড়ালাক্ষী (বিলাইচোখী)কে ভালও লেগে গেল তার । মনে সাহস যুগিয়ে,ক্লাস ওয়ানের এক ছোট ভাইকে আইসক্রিম খাইয়ে তার মারপত বিড়ালাক্ষীর কাছে প্রেরণ করল তার প্রেমপত্র । বিড়ালাক্ষীও কম যায়না । তত্ক্ষণাত্ত জবাব লিখে দিল- 'প্রিয় ছাগল ! তোমার এই ছাগলামিটা কিছুদিন আগেই ধরতে পেরেছিলাম ।

ছাগলামী করে ছাগলে । ঘাস যাদের উপাদেয় খাদ্য । তুমি কি ঘাস খাও ? শুনো,ছাগলামী করার সময় এখন নয় । এখন পড়ার সময় । মন দিয়ে পড়ো,কেমন ? নব্য তরুণের প্রেমকে যে মেয়ে ছাগলামী আখ্যা দেয়,তার প্রতি জন্মানো 'মোহ' মুহূর্তেই হাওয়া হয়ে যেতে দেখে সে ।

তবে এইবার সে প্রতিজ্ঞা লয়,-'নারীর পথে পা মাড়াইবো না,নারী পানে চক্ষু মেলিয়া চাহিব না !' এই প্রতিজ্ঞা বুকে ধরে সে কলেজে যায়-আসে । একদিন আবিস্কার করে প্রতিজ্ঞাকে বুড়ো আঙ্গুল প্রদর্শন করছে তার দুটো চোখ ! বদ চোখ দুটা একটা কমনীয় মুখের উপর পড়ে থাকে ! সে ভাবে,থাক পড়ে ! মনতো অটল । কিন্তু নাহ্‌,মনও টলে যায় একসময় । কোন এক কুক্ষণে 'সেই মুখ' কাছে এসে বলে যায়-'তোমার চোখ দুটা কি যে সুন্দর, জানো ?' বাহ্‌ ! জল না চায়তেই ফল ! ধপাস করে প্রেমে পড়ে গেল সে । উড়ে গেল লেকের ধারে-নদীর পাড়ে, পকেট তাহার যায় ঝিমিয়ে,তাতে কি ! ঘুরছে তাকে সঙ্গে নিয়ে ! ক'দিন বাদে তার প্রণয়ীনী তার হাতে একখানা সুদর্শন কার্ড ধরিয়ে দিল ।

প্রেমিককে দেয়া প্রণয়ীনীর সনদপত্র । সেই সনদপত্রের কিয়দাংশ এরকম,- "প্রিয় রামছাগল ! বিয়ের পর স্বামী নামক চিজটি স্ত্রীর কাছে ভেড়া হয় জানতাম । কিন্তু অবিবাহীত পুরুষও যে কতো বড় রামছাগল হয় তা তোমাকে দেখেই জেনেছি ! তুমি কি ভেবেছিলে সত্যিই চোখ দুটো সুন্দর তোমার ? আয়নায় কি একদিনও দেখোনি, রামছাগলের বড়সড় চোখের মতই দুটি চোখ তোমার ! তোমার গা থেকেও রামছাগলের ভোটকা গন্ধ বেরুয় ! যাই হোক, অল্পদিনের মধ্যেই আমি একজনকে ভেড়া (স্বামী) বানাতে যাচ্ছি । তুমি না হয় ছাগল হয়েই থেকো.....!" হ্যাঁ,সে ছাগল হয়েই আছে ! প্রণয়ীনীর দেয়া সনদপত্র বুকে নিয়ে সে এখন মুর্তিমান-ছাগল !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।