আমাদের কথা খুঁজে নিন

   

[রসরচনা] রামছাগল উপাখ্যান....১ [শ্রীমতি "অশ্রু" করকমেলেষু]

বন্ধ জানালা, খোলা কপাট !

সে ছাগল,ব্যাপারটা প্রথম যেদিন জানল,সেদিন কিছুক্ষণ কানলও ! কারণ, এই অকথ্য আবিস্কারটা করেছে তারই বিপরীত লিঙ্গের একজন । তখন সবে স্কুলে যেতে শুরু করেছে সে । তার চেয়ে দু'বছরের বড় অসম্ভব সুন্দরী জেসমিনের পাশেই বসতো । একদিন জেসমিন বলল,-'এই ছাগল ! তোর ছোটহুজুর দেখা যায় !' প্রথমটায় বুঝলনা সে । বলল-'কি দেখা যায় ?' আঙ্গুলি হেলনে জেসমিন এইবার দেখাল-'ওইটা !' সেই বয়সেই সে বুঝল,-লজ্জায় লাল-নীল-বেগুনী হওয়া কারে কয় ! হঠাত্ত দাঁড়িয়ে শিক্ষকে তর্জনী দেখাল ।

অর্থাত্ত এক নম্বর ক্রিয়া তার জন্য জরুরী হয়ে পড়েছে । শিক্ষকের অনুমতি পেয়ে এক নম্বর সারতে গিয়ে বসে বসে সে কানল এবং মানল যে প্রকৃতই ছাগল সে । নইলে জেসমিনের মতন সুন্দরীর সামনে এইভাবে বেইজ্জতি....! দ্বিতীয় দফায় মানোত্তীর্ণ হলো তার । তখন সে ক্লাস ফাইভে । তাদের একান্নবতী পরিবারের পিচ্চি প্রজন্ম তারা চাচাত ভাই-বোনেরা এক জোনাক জ্বলা রাতে কানামাছি খেলায় মেতে উঠল ।

পরিস্কার ধান বানার খোলায় চলছে খেলা । অল্পক্ষণেই চাচাত বোন সোমার হাতে ধরা খেল সে ! এইবার সে-ই কানামাছি । চোখ বাঁধা অবস্থায় সোমাই (মনে-মনে) তার টার্গেট। এক সময় পেয়েও গেল,কিন্তু...চোখ খোলার আগেই অর্ধচন্দ্র খেলো ! কেন, কি কারণ ? চোখের বাঁধন খুলে দেখে,বড় ভাবির দেমাগী বোনের হাত ধরে আছে । খেলার বাইরের সদস্য উনি তাকে মধুর বাণী-'রামছাগল'-এ ভূষিত করে জুতায় গটাগট শব্দ তুলে স্থান ত্যাগ করলেন ! 'কি তাহার অপরাধ !' সে ভাবতে লাগল....! ...........


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।