আমাদের কথা খুঁজে নিন

   

মুসার ছবি দেখে গালি দেওয়ার সুযোগ পাইনি

হয়তো আমি কোন কিছু সম্পর্কে নিশ্চিত নই

বন্ধু মুসা ইব্রাহীম পাহাড়ে চড়তে ভালোবাসে, ভালোবাসে সূর্যাস্ত উৎসবে টাঙ্গুয়ার হাওর, সুন্দরবন কিংবা কুয়াকাটা যেতে। উপলক্ষ থাকুক বা না থাকুক, ঘুরে বেড়ানোর সুযোগ পেলে সে একপায়ে খাড়া। আরো কয়েকজন সঙ্গীসাথীকে নিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টের চূড়ায় যেতে সে বদ্ধপরিকর। আমি তাকে মাঝে মাঝে খ্যাপাই- নয় মাইল যাইতে তোর আর কয়দিন লাগব? উল্লেখ্য, সমতল থেকে এভারেস্টের চূড়া পর্যন্ত দূরত্ব ৮৮৮৮ মিটার বা ৮.৮ কিলোমিটার। উত্তর পাই না।

অভিধানবহির্ভূত কিছু শব্দ (যাকে আমরা একশব্দে গালি বলতে পারি) ঝাড়ে সে আমার ওপর। ওর কাছ থেকে সেইসব শব্দ ধার নিয়ে আবার যথাসময়ে তাকে ফিরিয়েও দিই। এই মুসা যে ছবি তোলে সেটা জানতাম। ওই ছবি তোলার দক্ষতার ওপর আমার খুব একটা ভক্তিশ্রদ্ধা নেই। বোধহয় সুদূর অতীতে এটা নিয়ে দু’একটা গালিও দিয়েছিলাম।

সেই মুসা শুনি তার নিজের তোলা ছবির প্রদর্শনী করছে। পরের তোলা ছবি দেখতে সে ঝানু লোক, কিন্তু নিজের তোলা ছবির প্রদর্শনী করছে সে! অভিধান না দেখে ওর কাছ থেকেই শোনা পুরনো শব্দগুলো আবার মনে মনে ঝালিয়ে নিলাম। প্রদর্শনীতে গিয়ে দেখি মুসা ও তার বউ দু’জনে মিলে ছবি দেখছে। ভালো! বিয়ে করলে অতিরিক্ত একজন দর্শক পাওয়া যায়। না হলে মুসার ছবি আর কে দেখতো? আমরা কয়েকজন বন্ধু তো ছবি দেখতে যাইনি, গালি দিতে আর ওর পকেট খসাতে গিয়েছিলাম।

যাই হোক, মুসার ছবি দেখলাম। গালি দেওয়ার সুযোগ পাই নাই। পরে কোন একদিন দেখা হলে দিয়ে দিবো। ছবিগুলোর ক্যাপশনও দিয়েছে সে। কার লেখা থেকে যে মারলো, সেই রহস্য অবশ্য ভেদ করতে পারি নাই।

ওর প্রদর্শনীর ছবিগুলোর একটি এখানে আপনাদের জন্য দিয়ে দিলাম। পছন্দ না হলে গালি দেওয়ার দরকার নাই, কারণ কয়দিন পর আপনাদের হয়ে আমিই গালিগুলা পাচার করে দিব। ভালো লাগলে আওয়াজ দিতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.