আমাদের কথা খুঁজে নিন

   

মান্নান ভুইয়ার জুতাদান



মান্নান ভূঁইয়াকে বিএনপির নেতা-কর্মীদের জুতাদান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির (মইন উ পন্থী) মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার জুতা চুরি হয়ে গেছেÑ এই সংবাদ পাওয়ার পর বিএনপির শত শত নেতা-কর্মী মান্নান ভূঁইয়াকে জুতা দিয়েছেন। বন্যার এই মৌসুমে জুতা নিতে না চাওয়ায় নেতা-কর্মীরা দলের মহাসচিবের প্রতি ভালবাসার নিদর্শন স্বরূপ তাঁর গাড়িতে জুতা ছুড়ে মেরেছেন। গতকাল শনিবার বিএনপির ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মান্নান ভূঁইয়া বিএনপির প্রতিষ্ঠা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে গেলে জুতাদানের এই ঘটনা ঘটে। বিএনপির সূত্রে জানা গেছে, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াপন্থী নেতা-কর্মীরা দীর্ঘদিন ধরে মান্নান ভূঁইয়ার গুলশানের বাসা থেকে জুতা চুরির কাজ করে আসছেন। গত দুইদিনে এই অপ তৎপরতার শিকার হন মান্নান ভূঁইয়ার।

দুইদিনে মান্নান ভূঁইয়ার নতুন এক জোড়া জুতাসহ মোট চার জোড়া জুতা চুরি হয়। গতকাল অনেক খোঁজাখুঁজি করে জুতা না পেয়ে মান্নান ভূঁইয়া দলের স্থায়ী কমিটির সদস্য লে জে মাহাবুবুর রহমানের জুতা পরে জিয়াউর রহমানের কবরে যান। মুহুর্তের মধ্যে এই খবর প্রচার হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিএনপির কয়েকশ নেতা-কর্মী নিজ টাকায় নতুন জুতা কিনে জিয়াউর রহমানের কবর কমপ্লেক্সে আসেন। মান্নান ভূঁইয়া সেখানে পৌছার সঙ্গে সঙ্গে তারা জুতা নিয়ে এগিয়ে যান। কিন্তু বেশ কয়েক দফা চেষ্টার পরও তারা জুতা দিতে পারেননি।

এ সময় মান্নান ভূঁইয়া নেতা-কর্মীদের বলেন, ‘আপনারা আমাকে জুতা না দিয়ে এই টাকা দিয়ে বন্যার্তদের সাহায্য দিন। ’ পরে কবর জিয়ারত শেষে মান্নান ভূঁইয়াকে নেতা-কর্মীরা আবারও জুতা দিতে চাইলে তিনি দ্রুত গাড়িতে ওঠে চলে যেতে চান। এ সময় নেতা-কর্মীরা শত শত জুতা তার গাড়িতে ছুড়ে দেন। তবে শেষ পর্যন্ত কোনো জুতাই গাড়ির ভেতরে যায়নি বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।