আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় মানুষ দের কাছ থেকে যদি চির দিনের জন্য আলাদা থাকতে হয়...

ঘুমিয়ে পড়ার আগে......

মা-বাব,ভাই-বোন,বন্ধু-বান্ধব,আপন কেউ এদের কাছ থেকে খুব বেশি হলে কতদিনের জন্য আলাদা থাকা হয়....হয়ত এক মাস,দুই মাস,এক বছর,দুই বছর বা তারো কিছু বেশি। এদের কাছ থেকে বিদায়ের সময় টা কত যে কষ্টের হয় তা কি বলার অপেক্ষা রাখে... মা-বাবা কে ছেড়ে থাকার যে কি কষ্ট। ঠিক তেমনি ভাবে ছেলেকে ছাড়া মা-বাবা র কষ্ট। ছেলেটা ভাল ভাবে থাকতে পারছে কিনা,খাওয়া দাওয়া কেমন হচ্ছে,কত বার ফোন করা হয়...আরো কত চিন্তা। ভাই এর সাথে প্রতিদিনের আড্ডা,আর এক সাথে ঘুড়ে বেড়নোটা....।

বন্ধুদের কেউ মিস করা হয় খুব। হয়ত বন্ধুর বিপদে যে কোন সময় পাশে থাকার সুযোগ হয় না তখন। (ঢাকার এক বন্ধু ম্যাসেজ পাঠালো ঢাকায় এত গন্ডগোল হল,একটা খবর ও নিলে না??) আর আপন কেউ হয়ত অপেক্ষায় থাকে আবার কবে দেখা হবে,কথা হবে,দিন গুনতে থাকে সময় শেষ হবার... এই অল্প কয়টা দিন এক জন আরেক জন থেকে আলাদা থাকতে এত কষ্ট হয়। কিন্তু এই কষ্ট আর মনের ব্যাথা বা অপেক্ষার পালা.... থেকে কি পালানোর উপায় আছে। আজ না হয় কাল,না হয় চল্লিশ বা পঞ্চাশ বছর পরে এক সময় না হয় এক সময় তো আর পালানোর উপায় থাকে না..... স্পেনের ফুটবল ক্লাব সেভিয়ার খেলোয়ার'পুয়ের্তা' কে তো ২২ বছর বয়সে পৃথিবী ছাড়তে হল।

পেপারে একটা লেখা দেখলাম 'পুয়ের্তর বিদায়ে শোকে স্তব্দ পুরো ফুটবল বিশ্ব'। এক মাস,দুই মাস,এক বছর,দুই বছর বা চল্লিশ কিংবা পঞ্চাশ বছর না হয়ে আমাকে যদি বলা হয় চির জীবনের জন্য আলাদা থাকা লাগবে প্রিয় মানুষ গুলো থেকে। মা,বাব,বন্ধু,আপন কেউ এদের কারো সাথে থাকা যাবে না,তাদের সাথে থাকার যদি যোগ্যতা অর্জন করতে না পারি বা এদের কেউ যদি যোগ্যতা অর্জন করতে না পারে ...তাহলে এই বিচ্ছেদের কষ্ট টা,মনের ব্যাথা টা কত টুকু হওয়া দরকার??চোখর পানি কতটুকু পড়া দরকার?? কিন্তু মনে কি সে চিন্তা গুলো আসছে??চোখের পানি কি পড়ছে?? আসছে না,হচ্ছে না.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.