আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়টি গোপন ছিল................................জাতিয় নাতির খবর

বাংলানিউজ ২৪ ,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘর হিসেবে পরিচত) ঘুরে গেলেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। এ সময় জয়ের সঙ্গে ছিলেন স্ত্রী ক্রিস্টিনা ওয়াজেদ, একমাত্র মেয়ে ও তার শ্বশুর বাড়ির লোকজন। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জয় জাদুঘরের ভেতরে অবস্থান করেন। এ সময় সাধারণ দর্শনার্থীদের জাদুঘরে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে কঠোর নিরাপত্তা বেস্টনী তৈরি করা হয়।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, প্রথমে জয় আসার খবর তাদের জানানো হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছিল, সেখান থেকে কয়েকজন অতিথি আসবেন। এ জন্য সকাল থেকেই জাদুঘর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। দুপুর ১২টায় সপরিবারে জয় জাদুঘরে আসেন। ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ অতিথিদের স্বাগত জানান।

অতিথিরা জাদুঘর চত্বর, কারুপল্লী, শিল্পাচার্য জয়নুল আবেদিন জাদুঘর, শেখ রাসেল কর্নার, নিমার্ণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যসহ জাদুঘরের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। সজিব ওয়াজেদ জয় এবারই প্রথম সোনারগাঁওয়ে এলেন। জয়ের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার শেখ নাজমুল আলম। বিকেল ৩টার দিকে জয় তার পরিবার নিয়ে সোনারগাঁও ত্যাগ করেন। সোনারগাঁও থানার ওসি হারুন অর রশিদ বাংলানিউজকে জানান, সজিব ওয়াজেদ জয়ের আসাটা ছিল সম্পূর্ণ আনঅফিসিয়াল সফর।

এ কারণে বিষয়টি কাউকে জানানো হয়নি। তিনি ব্যক্তিগতভাবে বেড়াতে আসার কারণেই বিষয়টি গোপন ছিল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.