আমাদের কথা খুঁজে নিন

   

পুলিশ নিয়ে রসিকতা...



সে অনেক কাল আগের কথা। এক পয়সা, দুই পয়সার যুগ। দুই ফকির রাস্তায় এক ভদ্রলোকের কাছে দীর্ঘসময় ঘ্যান ঘ্যান করার পর ভদ্রলোক দুই ফকিরকে ৫ পয়সা দিয়ে ভাগ করে নিতে বললেন। এবার শুরু হলো সমস্যা। কে ২ পয়সা আর কে ৩ পয়সা নেবে- এনিয়ে দুই ফকিরের মাঝে হাতাহাতি।

দুরে দাঁড়িয়ে বিষয়টি দেখছিলো পুলিশের এক কনস্টেবল। দৌড়ে আসলো সে। পুরো ঘটনা শুনলো ফকিরদের মুখ থেকে। অবশেষে বললো, তোমরা অপো কর। আমি তোমাদের সমস্যার সমাধান করে দিচ্ছি।

একটু দুরে গিয়ে ভাবলো- ফকিরদের ২ পয়সা করে দিয়ে বাকী ১ পয়সা নিজের পকেটে রেখে দেই। আবার ভাবলো- নাহ থাক। জীবনেতো ভালো কাজ খুব বেশী করিনি। বরং নিজের পকেট থেকে ১ পয়সা দিয়ে ওদের ৩ পয়সা করে দিয়ে দেই। অত;পর ৬ পয়সা দুই ভিখারীকে ভাগ করে দিলো।

কনস্টেবল চলে যাচ্ছেন নিজের কাজে। হঠাত তার কানে এলো- “ তহনই কইছিলাম, কমবেশ যাই হোক নিজেরা ভাগ করি। এহন অইলো তো ? পুলিশ যেহানে ভাগ করছে, সেইহানে ১ পইসা অইলেওতো চুরি করছে ” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.