আমাদের কথা খুঁজে নিন

   

আহাম্মক জলপাই !



হায়রে আহাম্মক জলপাই! বাংলাদেশে থাকস, বাঙ্গালীরে শাসন করবার চাস, আর অহনতরি বাঙ্গালীরে চিনবার পারলি না! এই দেশের প‌্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলণের গোড়ায় আছে চেতিতো ছাত্রসমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চেতাইয়া কি শুভ পরিণতি আশা করেছিল জলপাই মস্তকেরা ? অদ্যবধি দারোয়ান (Care-taker) সরকারের চালচলন বা ক্রিয়াকলা দেখে তার মতিগতি ঠাহর করতে না পারলেও, তাকে দস্যু মনে হয় নাই। মাইনাস টু স্ট্রাটেজিরে যতই ইস্টুপিড লাগুক না কেন, সরকারের নিয়ত কিন্তু তবুও খুল্লাম-খুল্লা বদ মনে হয় নাই। মাগার এইবার কি সত্যই জলপাই পাতার কাঁটা বের হয়ে পড়লো? ঘটনা শুনে যা মনে হল, (এবং সরকার-জলপাইয়ের সহবাসে যা অনুমান হয়, তাতে মাথা-কর্তাদের এমন আহাম্মকি করবার কথা নয়। প‌্রাথমিক ছাগুলে শিঙ্গাশিঙ্গী যে বড়কর্তা নয়, সেপাইদেরই কাজ, তাতে সন্দেহ কম।

তবে প্রশ্ন জাগে, ক্রিড়াঙ্গনের ঘটনার পর আগুনকে উস্কে দেবার দায় কার? এমন বড় আকারের মারধোর কি বড়কর্তাদের হুকুম ছাড়া হতে পারে? কেবল ছাত্র পিটিয়েই তেনারা ক্ষান্ত হননি, মাষ্টাররাও বাঁচেনি তাদের বর্বরতা থেকে। বড়কর্তারা কি এমনই আহাম্মক, যে এমন পাশবিক কাজে সম্মতি বা হুকুম দেবে? নাকি এ সবই বিনা-হুকুমে স্বেচ্ছায় স্বতঃস্ফুর্ত পাইকারি পাশবিকতা? তবে কি পাইক বরকন্দাজের লাগাম কর্তাদের হাতে নেই? কোনটা বেশী ভয়াবহ - লাগামহীন পাইকারী বর্বরতা, নাকি সুচিন্তিত, নির্দেশিত বর্বরতা? আজকালকার পুলিশি বর্বরতা দেখে মনে প‌্রশ্ন জাগে - এরা তো আমাদেরই মত মানুষ - শ'য়ে শ'য়ে খেতে পাওয়া না পাওয়া চাচা, ফুপা, ভাই, বেরাদর। নিজের ভাইদের উপর এভাবে আক্রমণ করতে তাদের বাধে না? এই সেপাইগুলোর কোন খালাতো-ফুপাতো ভাই-বোন কি বিশ্ববিদ্যালয়ে পড়ে না? হুকুম হতে পারে "ছাত্র আটকাও", কিন্তু "জন্তু হয়ে যাও" - এ কেমন হুকুম! তবে কি এই জান্তবতা স্ব-হৃদয়ের ঘৃণা-পুষ্ঠ? এমন শ'য়ে শ'য়ে গরীব সেপাইদের হৃদয়ে এত ঘৃণার জন্ম কোথা থেকে হল? এটা কি না পাওয়ার বেদনা? ছাত্র-নামী তথাকথিত সভ্য সমাজের উপর না-পড়া সেপাই, পাইক, বরকন্দাজের শ্রেণী-বিদ্যেষ? নাকি নিতান্তই অর্থহীন, মাগনা gratuitous ঘৃণা? নাকি বিচিভারাক্রান্ত অহং-ই এর জনক? আমাদের পাড়ার দারোয়ানের একটা গল্প মনে পড়ল। পাড়ায় ভোররাতে গাড়িচোর ঢুকেছে। চোর-চোর হাঁক-ডাক হতেই চোর পালায়।

দারোয়ানের কাছে কৈফিয়ত চাওয়া হল - "তুই চোর ধরতে গেলি না কেন? সামনে পেয়ে জাপটে ধরলি না কেন?" উততরে সে বলেছিল "যদি চোরের কাছে চাকু থাকে? সাতশ' টাকা মাইনার লিগা জীবন দিবার পারুম না!" তাই ভয় হয়, হাল্লারাজার সেনাদের মত অভুক্ত সেপাইকে দিয়ে কুচকাওয়াজ করানো যায়, মাগার ভুখা কুত্তার মত লেলিয়ে দিতে চাইলে কুকুরের মত innate জান্তবতা না থাকলে হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.