আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের স্বাধীনতা দিবসে ধর্মঘটে অচল কাশ্মীর

আমি কাক নই, আমি মানুষ...

ভারতের স্বাধীনতা দিবস উপলে বুধবার বিচ্ছিন্নতাবাদীদের ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে কাশ্মীর। এদিকে বিদ্রেীদের হামলার আশংকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী জোটের কট্টর ও উদারপন্থী উপদলগুলোর ডাকা এই ধর্মঘটে গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের রাস্তাঘাট যানবাহন শূন্য হয়ে পড়েছে এবং দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মুসলিম অধ্যুষিত কাশ্মীরের অন্যান্য শহরের চিত্র একই রকম হলেও হিন্দু অধ্যুষিত জম্মুর চিত্র ভিন্ন। এখানকার জীবনযাত্রা স্বাভাবিক। ভারতের স্বাধীনতা দিবসকে কালো দিবস হিসেবে উদযাপন করে কাশ্মীরী জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীরা। কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদী সৈয়দ আলী জিলানি বলেন এই ধর্মঘটের মাধ্যমে বিশ্বের কাছে এই বার্তাই পৌঁছানো হচ্ছে যে, কাশ্মীরীরা তাদের স্ব-শাসনের অধিকার চায়। এদিকে জঙ্গি হামলার আশংকায় মোতায়েনকৃত সেনাবাহিনী শ্রীনগরের ফাঁকা রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছে। সিনিয়র পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ‘আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.