আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট টিমের কমান্ড ট্রেনিং, আশংকা

আ মা র আ মি

গতকাল নিউজে কোন মজা পাচ্ছিলাম না। কিন্তু ডাইলের মজা তলে ছিলো। খেলার খবরে সবচেয়ে মজার খবরটা ছিলো। আমাদের ক্রিকেট টিম কে কমান্ড ট্রেনিংয়ে পাঠানো হয়েছে। তারা সেখানে ট্রেনিং করছে আর চিৎকার করে 'টাইগার, টাইগার' বলতেছে।

আশরাফুল যদিও খুব কনফিডেন্স নিয়ে বলল, ট্রেনিংটা আমাদের খুব কাজে দিবে। কিন্তু মাসরাফির চেহারা দেখে বোঝাই যাচ্ছিলো ট্রেনিংটা খুব একটা সুখকর হচ্ছে না। শুনেছি পৃথিবীর অন্যান্য দেশগুলোও এমন ট্রেনিং করায় তাদের ক্রিকেট টিম কে। বাংলাদেশের হয়তো শারিরীক ট্রেনিং দরকার ছিলো তাদের ফিটনেস বাড়ানোর জন্য। কিন্তু এইভাবে কেন? আমি ফিজিশিয়ান নই।

জানিনা, তাদের ঠিক কি কি ট্রেনিং-এর মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু এটাও ঠিক, এই ট্রেনিং-এর ফলে যদি তাদের কোন রকম শারিরীক ক্ষতি (ইনজুরি) হয়ে যেত তা হতো আমাদের দলের জন্য ভীষণ ক্ষতি। আমরা জানি মাসরাফি ইনজুরি ভোগে প্রায়ই। তাকে ছাড়া আমাদের দল ভালো করতে পারে না খুব একটা। তার ক্ষেত্রে কি আরও বেশি মনযোগি হওয়া উচিত ছিলো না।

হ্য়তো তাদের অপ্রয়োজনীয় কোন ট্রেনিং দেওয়া হয়নি। কিন্তু সন্দেহ হয়, যখন শুনি তাদের সামরিক রণকৌশল নিয়েও পড়াশুনা করতে হয়েছে। জানিনা, তার কি দরকার ছিলো! তাদের নার্ভাসনেস কাটানোর দরকার আছে, কিন্তু যদি তা করতে তাদের মাথায় আপেল রেখে শুটিং প্রাকটিস করানো হয়, তা অবশ্যই আমি ভালো বলবো না (যদিও এ ট্রনিংয়ে এই প্রাকটিস করানো হয়নি, কিন্তু সময় যেদিকে যাচ্ছে, পরবর্তী ট্রেনিংয়ে এটা থাকতে পারে)। এ সরকার প্রথমে শুধু দূর্নীতিবাজদের জন্য ভয়ের কারন ছিলো, কিন্তু আস্তে আস্তে সবার জন্যই ভীতিকর হয়ে যাচ্ছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.