আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: মজিবর কেন জাহান্নামে যাবে?



তোমার আজ খুব মন ভাল থাকার কথা। বাবা বলেছেন, ১৫ই আগষ্ট তিনি মিলাদ দিয়েছিলেন। মজিবর লোকটা খাইস্টা ছিলো বেজায়। ৭১এ পিটায় ছাতু বানায় দিয়েছিল বাবা ও তার বন্ধুদের। অনেকেই মারা পড়েছিল ভারতের দালালদের হাতে, বাবা হাতেপায়ে ধরে জানে েবচে যান।

তোমাদের বাসায় আজও শিন্নি চড়ানো হবে। শোকরানা নামায হবে। তোমার নিষ্পাপ মুখও কঠোর স্বরে ফরিয়াদ জানাবে: আল্লাহ মেরে জান, মজিবরকে দাও জাহান্নাম। সে অবশ্য এমনিতেই জাহান্নামে যাবে। ইন্দিরা গান্ধির সাথে ওঠাবসা।

ইন্দিরা জাহান্নামে যাওয়ার সময় তাকে হাত ধরে নিয়ে যাবে। বাবা সবশেষে একবার ভাষণ দেবেন: আজ ইসলামী উম্মার মুক্তির দিন। আল্লাহ, তুমি আমার মেয়েদেরকে তোমার রাস্তায় কবুল করে েনও। আমি এতশত বুঝি না। মুজিব আমার কে, তারওপরে েকন তোমার ফেমিলি বিদ্বেষ।

আমি শুধু তোমার হিযাব তুলে একবার দেখতে চাই তোমার টলটলে চোখ। ওখানে মুজিবের জাহান্নাম কামনায় আগুন থাকবে কেন? আমার জন্য ভালবাসা থাকলে এমন ই বা কি ক্ষতি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.