আমাদের কথা খুঁজে নিন

   

মাগনা বই



ইতিহাসের পাতায়, সেই কোন এক কালে যখন বই বিষয়ক ওয়েবসাইট নিয়ে কাজ করা শুরু করেছিলাম তখন প্রাইমারি উদ্দেশ্য ছিল, আমি ওয়েবসাইট বানাবো, মানুষ তাতে অর্ডার দেবে। বই কিনে মানুষরে পাঠাবো আর মাঝখানে আমি মাগনা পড়ে নিব। যতদিন দেশে ছিলাম মাসে দুই তিনটা অর্ডার যা আসত তাতে মাসের বইপড়ার বরাদ্দখান চলে যেত। সমস্যায় পড়লাম অন্যখানে। ওয়েবসাইটখান যদিও কেতাবাদি কেনার জন্য তথাপি না কিনে বিদ্যার্জনের জন্য উৎসাহী মানুষের সংখ্যা মোটেও কম না।

তাই নিয়মিত মানুষজনের থেকে যেই অনুরোধ আর হুকুম পাই তাতে মাগনা অনলাইনে বই পড়ার কাস্টোমারই বেশী। আর সত্যি কথা হল তাতে আমারো আপত্তি নেই। আট দশ হাজার বইয়ের মধ্যে দুচারশ বইও যদি অনলাইনে পড়ার ব্যাবস্থা থাকে, তাতে মানুষেরো সময় কাটানোর জন্য কিছু দেয়া হল আর সেই ফাঁকে আমিও কিছু পড়ে নিলাম। কিন্তু বাস্তব বড়ই নিষ্ঠুর। বই চাইলেই স্ক্যান করে দিব্যি আপলোড করে দেয়া যায়।

কিন্তু প্রকাশক আর লেখকের বিনা অনুমতিতে সেটি করা বড়ই অন্যায্য কর্ম। তাই বাংলা বই শেয়ারিং এর অনেকগুলো ওয়েবসাইট থাকলেও সেদিকে পা বাড়ানো যায়নি। তবে নাই নাই করেও কিছু বই উদ্ধার করতে পেরেছি প্রকাশকদের থেকে। আবার কিছু বই পেয়েছি ব্লগের দুধর্ষ লেখকদের থেকে। তাই গতকাল ভাবছিলাম, একটা ব্যাবস্থা করলে কেমন হয়, যাতে মাগনা পড়ার সবগুলো বইই একবারে খুঁজে বের করে ফেলা যায়? তাই গুঁতোগুঁতি সিস্টেম করে ফেললাম।

হোমপেজেই বড় করে একটা ধ্যাবড়া লিঙ্ক দেয়া আছে। চাইলে একনজর দেখে নিতে পারেন। বাই দা ওয়ে, আপনাদের পরিচিত যদি কোন লেখক বা প্রকাশক থাকে যারা তাদের কোন বই পাঠকস্বার্থে দান করতে ইচ্ছুক, অবিশ্যি স্বাগতম। বই মেলার ফ্রী বই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.