আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বব্যাংকের ঋণ মাগনা নেই না: জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘বিশ্বব্যাংকের অভ্যাস টাকা দিয়ে শর্ত জুড়ে দেওয়া। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমরাও ফকিরের দেশ না। বিশ্বব্যাংকের কাছ থেকে আমরা মাগনা ঋণ নেই না। শোধ করি।

আমরা যা চাই সেটাই করব। ’

আজ মঙ্গলবার বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এক মতবিনিময় সভায় গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত হাইটেক পার্কে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় এই মন্তব্য করেন।

জয় বলেন, ‘আমরা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছি, তখন এত উন্নয়ন সম্পর্কে কল্পনাও করতে পারিনি। ’

তিনি বলেন, তথ্যপ্রযুক্তি দিয়ে সরকার ব্যবসা করবে না, বরং এ খাতে যাঁরা আসবেন, তাঁদের সহযোগিতা করবে। ইতোমধ্যে আইটি খাতে অনেক উন্নয়ন হয়েছে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো কল সেন্টার। এরপর সরকারের লক্ষ্য হচ্ছে মোবাইল অ্যাপসের মতো পরবর্তী প্রজন্ম। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি রপ্তানি করতে পারব বলে মন্তব্য করেন এ প্রযুক্তিবিদ।

মত বিনিময় সভায় ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.