আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ক্রিকেট দলের সেনা প্রশিক্ষন - এবার জিতন ঠেকায় কে?

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

বাংলাদেশ ক্রিকেট টিম মানেই বাঘের দল, কেনই বা হবেনা কাজে কামে খেলায় সেরকম কিছু না হলেও ক্রিকেট বোর্ডের লোগোতে যেরকম বাঘের সুদৃশ্য ছবি রয়েছে তাতেই তো বোঝা যায় কতই না রাজকীয় টিম বাংলাদেশ। আমাদের সেই বাঘের বাচ্চাদেরকে শারিরীক ও মানসিক দৃঢ় করার জন্য এখন তাদেরকে সেনা প্রশিক্ষন দেয়া হচ্ছে। এর প্রয়োজনীয়তা বহু আগে থেকেই অনুভূত হয়ে আসছিল তবে এতদিন তা সম্ভব হয়ে উঠেনি কিন্তু এখন তা সম্ভব হলে। বাঘের বাচ্চারাও এ নতুন অনুশীলনকে স্বাগত জানিয়েছে, ক্যপ্টেন আশরাফুলের কথা শুনে তেমনই মনে হল। বাঘের দলে যারা খেলে নিশ্চয় তারা বাঘের বাচ্চা, সেরকমটাই সবাই বলে। যাই হোক এতটুকুন জানি বাঘ বনে থাকে এবং তাদের হিংস্রতাও বন্যতার রুপে। সেজন্যই আমাদের খেলোয়ারদেরকে বাঘের সাথে তুলনা করা হয়েছে মাঠে নামলে তাদের হিংস্র গর্জনে বিপরীত দলের লোক খেলা ছেড়ে পালাবে। কিন্তু দুর্ভাগ্য কখনই সেরকমটা হয়নি। যাই হোক বাঘের বাচ্চাদের আবার কিসের অনুশীলন? কিন্তু এবার যখন তারা যে সেনা প্রশিক্ষন অনুশীলন করছে তাতে শারিরীক ও মানসিক দিক থেকে যে পুষ্টিতে পুষ্ট হবে তাতে আর জয় ঠেকায় কে? জয় বাঘের দল, জয় বাঘের বাচ্চা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.